বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের আমিরাতে ক্যাম্পাস

প্রকাশিত: ১:৪০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০২৪ 490 views
শেয়ার করুন

দেশের গন্ডী ছাড়িয়ে বাংলাদেশি কোন বিশ্ববিদ্যালয় ‘ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’ সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমাহতে তার প্রথম আন্তর্জাতিক ক্যাম্পাস স্থাপন করেছে।
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি রাস আল খাইমাহ ক্যাম্পাসের উদ্যোগে গতকাল স্থানীয় সময় রবিবার রাতে আবুধাবীর গোল্ডেন টিউলিপ ডাউনটাউন হোটেলে বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল ফ্যাকাল্টির সাথে আবুধাবি প্রবাসী কমিউনিটির এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ইউএইতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবু জাফর।

এতে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি,ইউনিভার্সিটির রাস আল খাইমাহ ক্যাম্পাস, এর গ্র‍্যাজুয়েট ও আন্ডার গ্র‍্যাজুয়েট প্রোগ্রাম ভর্তি প্রক্রিয়া সহ বিভিন্ন বিষয় আলোকপাত করে ডঃ ওমর ফারুক এডমিশন পার্টনার ব্যাংক এশিয়া গ্রুপের চেয়ারম্যান সাইফুর রহমান ডঃ মোহাম্মদ ইকরাম সহ অন্যান্যরা।


উপস্থিত সুধিবৃন্দের পক্ষ থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ সমিতি ইউএই’র সভাপতি মোয়াজ্জেম হোসেন জনতা ব্যাংক ইউএই’র প্রধান নির্বাহী কামরুজ্জামান, ইমরাদ হোসেন ইমু, আশিস বড়ুয়া, মোঃ আব্দুল মান্নান প্রমূখ।
বর্তমানে রাস আল খাইমাহ ক্যাম্পাসে গ্র‍্যাজুয়েট প্রোগ্রামে সাইবার সিকিউরিটি, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এবং বিজনেস এডমিনিস্ট্রেশন এসব বিষয় রয়েছে। আন্ডারগ্র‍্যাজুয়েট প্রোগ্রামের বিষয়গুলোর মধ্যে আছে ব্যাচেলর অব এন্ট্রিপ্রেনারশীপ,ব্যাচেলর অব রিয়্যাল এস্টেট,ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, বিজনেস এডমিনিস্ট্রেশন, মালটিমিডিয়া এন্ড ক্রিয়েটিভ টেকনোলজি,সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এবং ব্যাচেলর অব আরকিটেকচার। ইউএইতে নতুন এডমিশনকালে ড্যাফোডিল ইউনিভার্সিটি টিউশন ফি’র ওপর ৫০ শতাংশ ছাড় ঘোষণা করেছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছেন যে তাদের প্রতিষ্ঠান কেবল বাংলাদেশিদের জন্য না নিজস্ব ক্যাম্পাসে একটি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় হিসেবে বহুজাতিক ছাত্র ও শিক্ষকের সমাবেশ ঘটাবে।
এর আগে এ বছরের জানুয়ারি থেকে বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয় দুবাই কনস্যুলেট এর তত্বাবধানে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে অনলাইনে এসএসসি ও এইচএসসি প্রোগ্রামে আমিরাত প্রবাসীদের ভর্তির সুযোগ দেয়ায় প্রবাসীদের দীর্ঘদিনের আশা পূরণের পর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির রাস আল খাইমাহ ক্যাম্পাস প্রতিষ্ঠিত হওয়ায় প্রবাসী অভিভাবকরা তাদের সন্তানদের দেশীয় প্রতিষ্ঠানে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ হওয়ায় স্বস্তির নিশ্বাস ফেলছেন।
★ছবি: আবুধাবিতে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি রাস আল খাইমাহ ক্যাম্পাসের উদ্যোগে কম্যিউনিটি নেতৃবৃন্দের মত বিনিময় অনুষ্ঠান