সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া মামলা নয় -মোহাম্মদ সেলিম উদ্দিন

প্রকাশিত: ৭:৪৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৯, ২০২৪ 121 views
শেয়ার করুন

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তরের সভাপতি, ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, প্রকৃত অর্থে যারা অপরাধী তাদের কাউকে বিন্দুমাত্র ছাড় দেয়া হবে না। স্বৈরাচার সরকারের আমলে যারা খুন, ঘুম ও নানা ভাবে নির্যাতন চালিয়েছে তাদেরকে আইনের আওতায় এনে কঠোর শাস্ত্রির ব্যবস্থা করতে হবে। তবে যারা নিরোপরাধ, কিংবা সন্দেহের বশিভূত হয়ে বা ব্যক্তিগত শত্রæতাবশত কাউকে হয়রানী করা যাবে না। অর্থাৎ সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া মামলা নয়। জামায়াতে ইসলামী ফ্যাসিবাদ নির্মূলে কাজ করছে, মিথ্যে মামলায় নিরোপরাধ মানুষকে হয়রানী করে ফ্যাসিবাদকে অনুস্মরন করতে চায় না। ৯ সেপ্টেম্বর সোমবার বিকাল ৪টায় নিজ উপজেলা সিলেটের বিয়ানীবাজারে কর্মরত সাংবাদিকদের সাথে পৌরশহরের রয়েল স্পাইসি রেষ্টুরেন্টের হলরুমে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্যে তিনি উপরোক্ত কথা গুলো বলেন।

 

বিয়ানীবাজার উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা ফয়জুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় মোহাম্মদ সেলিম উদ্দিন আরো বলেন, ছাত্র-জনতার রক্তক্ষয়ী আন্দোলনে স্বৈরাশাসক হাসিনার পতনের মধ্য দিয়ে এক নতুন বাংলাদেশ আত্ম প্রকাশ করেছে। আগামীর বাংলাদেশ হবে অপশাসন ও অপরাজনীতি মুক্ত, সাম্য, ন্যায় এবং ইনসাফ ভিত্তিক। এখানে লুটপাট, চাঁদাবাজি, দুর্নীতি, স্বজন প্রীতি চলবে না। তিনি বলেন, জামায়াতে ইসলামী কেবল একক ইসলামীক রাজনৈতিক দল নয়, দেশে আরো ইসলামীক রাজনৈতিক সংগঠন রয়েছে। অন্যান্য ইসলামী দল গুলো যে পথে চলে আমরা সেই একই পথে চলি। অন্যান্য ইসলামী দল গুলোকে নিয়েই আমরা একসাথে পার্লামেন্টে যেতে চাই। যদি এইরকম পরিবেশ তৈরী হয় তো আমরা ওয়েলকাম জানাবো। আমাদের প্রস্তুতি রয়েছে ৩শত আসনে প্রার্থী দেয়ার। তবে যদি আমাদের অন্যান্য ইসলামী দল গুলোকে সহযোগীতা করার প্রয়োজন হয় সেটা আমরা বিবেচনা করবো।

 

মতবিনিময় অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, বিয়ানীবাজার উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক নায়েবে আমীর আবুল খায়ের, মুফাসসীর আহমদ ফয়েজী, নায়েবে আমীর মোস্তাফা উদ্দিন, সেক্রেটারী কাজী আবুল কাশেম চৌধুরী, অফিস সম্পাদক রুকন উদ্দিন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুল হামিদ, উপজেলা ছাত্র শিবিরের সভাপতি আহবাব হোসেন মুৃরাদ, কলেজ শিবিরের সভাপতি ফাতেহুল ইসলাম, পৌর শ্রমিক কল্যাণের সেক্রেটারী মুনিবুর রহমান পাবেল ও জামায়াতে ইসলামী নেতা সামসুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে বিয়ানীবাজারে কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক্স ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।