আমিরাতে গ্রামীণ উন্নয়নে প্রবাসীদের ভূমিকা শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত
গ্রামীণ ঐক্য ফোরামের আয়োজনে গোলটেবিল বৈঠক

প্রবাসীদের বিনিয়োগ নিশ্চিত করার পাশাপাশি স্বাস্থ্যসেবা সহ সকল সরকারি সেক্টরে যথাযথ সম্মান ও মূল্যায়ন এবং বিনা সুদে প্রবাসীদের ঋণ দেওয়া হলে আগামীতে প্রবাসীদের সংখ্যা বৃদ্ধি সহ রেমিটেন্সের হার বৃদ্ধি পাবে। দেশে রপ্তানি নির্ভর শিল্প গড়ে তুললে রেমিটেন্স আরো শক্তিশালী হবে। মধ্যপ্রাচ্যের মধ্যে একটি দেশে ই-পাসপোর্ট ও এনআইডি তৈরির কেন্দ্র চালু হলে প্রবাসীরা অনেক উপকৃত হবেন।
সংযুক্ত আরব আমিরাতে গ্রামীণ উন্নয়নে প্রবাসীদের ভূমিকা শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা এসব কথা বলেন।
বুধবার শারজাহের ওয়েলকাম প্যালেস রেষ্টুরেন্টের হলরুমে গ্রামীণ ঐক্য ফোরাম আমিরাতের সভাপতি শেখ লুৎফুর রহমানের সভাপতিত্বে ও এখলাছুর রহমানের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ন সম্পাদক মুনতাসির আলী। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ সমিতি শারজাহের সাবেক সভাপতি আলহাজ্ব শরাফত আলী৷
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ থেকে আগত মাওলানা দেলোয়ার হোসেন, চুনারুঘাট প্রবাসী কল্যাণ পরিষদের প্রধান উপদেষ্ঠা প্রকৌশলী তৈয়ব আলী তালুকদার, সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ আমিরাত শাখার সাবেক সহ সভাপতি সিরাজুল ইসলাম নবাব, সাধারণ সম্পাদক হাজী শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রুজেল তরফদার, গ্রামীণ ঐক্য ফোরামের সদস্য এনামুল হক এনাম, হবিগনক জেলা উন্নয়ন পরিষদের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, প্রবাসী বাহুবল ঐক্য সংস্থার সভাপতি বচন মিয়া তালুকদার প্রমুখ।
উপস্থিত ছিলেন মাওলানা নোমান আহমদ হানিফ, মামুন আহমদ, আজিজুল হক, মাসুক মিয়া, তাজুল ইসলাম, শাকিল আহমদ, মারুফ খান, নূরুল হক, জয়নাল আবেদিন, খালেদ আহমদ, জাহাঙ্গীর আলম, বশির মিয়া সহ আরো অনেকে।