কটা দিন ঘরেই থাকি ।। শিবুকান্তি দাশ

শিবুকান্তি দাশ শিবুকান্তি দাশ

শিশুসাহিত্যিক ও সাংবাদিক

প্রকাশিত: ১:০৭ অপরাহ্ণ, মে ৩০, ২০২০ 626 views
শেয়ার করুন

খায় দায় ঘুম পাড়ি কিছু ভালো লাগে না
টিভি দেখি গান শুনি তবু মন জাগে না
জানলাটা খুলে দেখি আকাশে কালো মেঘ
মা বলে বৃষ্টি কি আসবে রে দ্যাখ দ্যাখ।
বৃষ্টিটা আসলে তো ঝিম ধরা পরিবেশ
গা ঝারা দিয়ে উঠে নিরবতার হতো শেষ
সতেজ সবল হতো চারদিকের আলো
সূয্যটা কাটে যেমন আঁধারের কালো।
দিন যায় মাস যায় ঘরে কাটে বেলা
‘করোনা’ শোনো ভাই, খেলছো কোন খেলা
তোমার অশুভ থাবা কাঁপে পুরো দেশ
তুমিও জেনে রাখো হবে নিশেষ।
তোমার কারনে আজ পৃথিবী অন্ধকার
বিজ্ঞানিরা দেবে তোমার প্রতিকার
আবার হাসবে দেশ ডাকবে ভোরের পাখি
আর ক টা দিন চলো ঘরেই থাকি।