করোনাকে ।। সমর পাল

প্রকাশিত: ৯:২৫ অপরাহ্ণ, মে ২৮, ২০২০ 800 views
শেয়ার করুন

করোনা তোর জন্ম কোথায়
কোথায় আদি বাসস্থান ?
এখন সারা বিশ্বজুড়ে
তোর দহনে লেলিহান !

সুখের সংসার ভাঙ্গতে যে তোর
দেখছি ভীষণ জুড়ি ভার
মৃত্যু মিছিল হাহাকারে
ভুগছে সকল পরিবার !

সচল দেশটা অচল হলো
গৃহে হলাম বন্দিরে
উপাসনায় হয়নি যাওয়া
মসজিদ এবং মন্দিরে !

হৃদয় মাঝে উথাল পাথাল
হচ্ছে ভুমিকম্প যে
করোনা তুই থামা এবার
নিজের লম্ফঝম্ফ যে !

প্রিয়জনের বিদায় দেখে
দুঃখে কাঁদি রাত ভোরে
করোনা তুই যা চলে যা
প্রণাম করি হাত জোড়ে !