কাউন্সিলর আয়াস মিয়ার পিতৃবিয়োগ

জানাযার সময় পরে জানানো হবে

লুৎফুর রহমান লুৎফুর রহমান

সম্পাদক ও সিইও, বায়ান্ন টিভি

প্রকাশিত: ১১:১৪ অপরাহ্ণ, মার্চ ৩১, ২০২৪ 110 views
শেয়ার করুন

লন্ডনের টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক স্পিকার কাউন্সিলর আয়াস মিয়ার পিতা আলহাজ মোহাম্ম্দ আবুল হোসাইন আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গত বৃহস্পতিবার লন্ডনে বার্ধক্যজিনিত কারণে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৯৯ বছর। তিনি ২ ছেলে এবং ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহি রেখে গেছেন। বড়ছেলে প্রতিষ্ঠিত ব্যবসায়ি আলকাছ মিয়া ও ছোট ছেলে চার্টার্ড একাউন্টেন্ট সাবেক স্পিকার কাউন্সিলর আয়াস মিয়া।   এ সাপ্তাহে লন্ডনে সরকারি ছুটি থাকায় জানাযা বিলম্ব হচ্ছে। সরকারি সকল প্রক্রিয়া সম্পন্ন করে তাঁকে লন্ডনে তাঁর স্ত্রীর পাশে সমাহিত করা হবে। সকল প্রক্রিয়া সম্পন্ন করার পর জানাযার নামাজের সময় সবাইকে জানানো হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

সিলেটের বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়নের ধরারাই মোল্লাবাড়িতে জন্ম নেয়া আবুল হোসাইন ব্যক্তিজীবনে একজন পরোপকারি ও ধর্মীয় জীবনধারণে বিশ্বাসি মানুষ ছিলেন। দেশ ও বিলেতে মসজিদ মাদরাসাসহ সামাজিক জীবন মান উন্নয়নে তিনি একজন মানবিক লোক ছিলেন। একইসাথে ছেলে মেয়েদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে তিনি আগ্রহী ছিলেন। সেইসাথে বৃদ্ধ বয়সে এসেও ছেলেমেয়েদের সেই আগের মতো ভালবাসা আর স্নেহের বন্ধনে দেখাশুনা করেছেন বলে জানিয়েছেন তাঁরই পুত্র সাবেক স্পিকার ও কাউন্সিলর আয়াস মিয়া।