ফুটবে রঙিন আলো | আখতারুল ইসলাম

প্রকাশিত: ৭:২৩ অপরাহ্ণ, মে ২৮, ২০২০ 488 views
শেয়ার করুন

এখন কেমন দিনে রাতে নিকষ আঁধার কালো
কখন জানি আঁধার ঘুচে ফুটবে রঙিন আলো।
সেই অপেক্ষায় জানলা খুঁলে বাইরে দেখি-
কোথায় যেন হারিয়ে গেল আলোর রেখা সেকি।
দরজায় কেউ দেয় না টোকা একটু অনুরাগে
হয় না সকাল তবু দেখি ভোরের পাখি জাগে।

প্রকৃতিটা নতুন সাজে দেয় ছড়িয়ে রূপ
মুগ্ধ চোখে দেখার আশায় সবাই যে নিশ্চুপ।
চতুর্দিকে কোথাও কারো পাই না যে ভাই সারা
লকডাউনে বন্ধ আছে এই আমাদের পাড়া।
মন ভালো নেই কারো এখন, আটকে থাকা ঘরে
দূর করে দাও, এই যে আঁধার আলোর ঢালা ভরে।