আমিরাতে সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের ইফতার মাহফিল

আমিনুল হক আমিনুল হক

বায়ান্ন টিভি

প্রকাশিত: ৯:৫৫ অপরাহ্ণ, মার্চ ২২, ২০২৪ 116 views
শেয়ার করুন

সিলেটের মানুষ খুবই আন্তরিক এবং প্রবাসীদের বিপদে সব সময় পাশে থাকেন। বাংলাদেশের মধ্যে সিলেটিদের আথিয়েতা অতুলনীয়। বাংলাদেশে প্রবাসীদের লাশ পাঠানো থেকে শুরু করে সকল সমস্যায় সবার আগে সিলেটের মানুষ এগিয়ে আসেন। প্রবাসের মাঠিতে বাংলাদেশের সুনাম উজ্জলে সিলেটিরা মুখ্য ভূমিকা পালন করেন।

আমিরাতের প্রাচীনতম সংগঠন সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ সংযুক্ত আরব আমিরাত শাখার ইফতার ও দোয়া মাহফিলে বক্তারা এসব কথা বলেন।

বৃহস্পতিবার বাংলাদেশ সমিতি শারজাহের বঙ্গবন্ধু হলে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি গীতিকবি আজাদ লালন।

সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ সংযুক্ত আরব আমিরাত শাখার সাধারণ সম্পাদক হাজী শফিকুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কন্সুল্যেট দুবাইয়ের দূতালয় প্রধান আশফাকুর রহমান সায়েম।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কন্সুল্যেট দুবাইয়ের প্রথম সচিব (এনআইডি) বদরুল আহমেদ বিদ্যুৎ, সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ কেন্দ্রীয় কমিটির কো-চেয়ারম্যান জাওয়াদুর রহমান, বাংলাদেশ সমিতি শারজাহের সভাপতি আলহাজ্ব এম এ বাশার, সিনিয়র সহ সভাপতি ইসমাইল গনি চৌধুরী, সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ আমিরাত শাখার সাবেক প্রধান উপদেষ্ঠা আশিক মিয়া সিআইপি, পৃষ্টপোষক হাজী আজমল আলী, উপদেষ্ঠা শেখ লুৎফুর রহমান, সাবেক সহ সভাপতি হাবিবুর রহমান চুনু, সহ-সভাপতি শেখ মুহিবুর রহমান, সহ-সভাপতি নজরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক সালেহ আহমদ সিআইপি, সাবেক পৃষ্ঠপোষক শেখ জহির উদ্দীন, ডাঃ শামসুল ইসলাম মুন্না, সাবেক সহ-সভাপতি আবদুল মতিন, সাবেক উপদেষ্টা হাজী শফিকুল হক প্রমুখ।

বক্তব্য রাখেন আব্দুল আওয়াল, হাফেজ নোমান আহমেদ হানিফ, বচন মিয়া তালুকদার, এম আবদুল মুকিদ, মোহাম্মদ শাহজাহান, মোহাম্মদ ইমরান হোসেন, খলিল আহমেদ, আফজাল সাদেকিন আপলু, হাজী আনোয়ারুল হক, শাহজাহান মিয়া, কবির উদ্দিন, সালেহ আহমদ, আলী আসকর ও আমিনুল হক সহ আরো অনেকে।

কমিউনিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন আলহাজ্ব মাজহারুল্লাহ মিয়া, আলহাজ্ব শরাফত আলী, মোক্তার হোসেন, আবুল কাশেম, এরশাদ উল্লাহ, বুলবুল আহমদ মুকুল, মইনুল হোসেন মইন ও বাকারুল ইসলাম চৌধুরী শাহান প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের অর্থ সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম ও স্বাগত বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক রুজেল তরফদার।