আমিরাতে হোমনা-মেঘনা প্রবাসীকল্যাণ পরিষদের আলোচনা সভা

আমিনুল হক আমিনুল হক

বায়ান্ন টিভি

প্রকাশিত: ১০:৫৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৬, ২০২৪ 103 views
শেয়ার করুন

হোমনা-মেঘনা প্রবাসীদের বিদেশে ঐক্যবদ্ধ রাখতে এই সংগঠন কাজ করছে। প্রবাসীদের যে কোন সমস্যা সমাধানে এই সংগঠন পাশে দাঁড়াবে। প্রবাসীদের মরদেহ সরকারীভাবে পাঠাতে হলে অবশ্যই ওয়েজ আনার্জ কল্যাণ বোর্ডের সদস্য হতে হবে ও কার্ড থাকতে হবে।

সংযুক্ত আরব আমিরাতে কুমিল্লা-২, হোমনা-মেঘনা প্রবাসীকল্যাণ পরিষদের আলোচনা সভায় এসব কথা বলেন বক্তারা।

বৃহস্পতিবার আজমানের একটি রেস্তোরায় আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নাজিরুল হক ভূইয়া।

সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সমিতি আজমান শাখার সভাপতি আব্দুল আলীম সিআইপি। প্রধান বক্তা ছিলেন হোমনা-মেঘনা প্রবাসীকল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক শিকদার মোহাম্মদ শাফায়েত উল্লাহ।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সমিতি শারজাহ শাখার সিনিয়র সহ সভাপতি ইসমাইল গণি চৌধুরী, হোমনা-মেঘনা প্রবাসী কল্যাণ পরিষদের উপদেষ্ঠা নুরুল ইসলাম, বাংলাদেশ সমিতি আজমান শাখার সহ সভাপতি হাসান জাকির, এইচ এম কামরুজ্জামান, যুগ্মসাধারণ সম্পাদক মহিউদ্দিন মাহিন, সাংগঠনিক সম্পাদক শেখ করিম, অর্থ সম্পাদক জাহাঙ্গীর আহমেদ প্রমুখ।

বক্তব্য রাখেন হোমনা-মেঘনা প্রবাসী কল্যাণ পরিষদের সিনিয়র সহ সভাপতি এন ইসলাম সরকার, সহ সভাপতি আইয়ুব নবী, মোহাম্মদ রনি, শামীম আহমদ, ওলি উল্লাহ, যুগ্ন সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম দুর্জয়, জাকির হোসেন প্রধান, দপ্তর সম্পাদক আবুল কালাম আজাদ, ক্রীড়া সম্পাদক মোহাম্মদ আল আমিন, সহ ক্রিয়া সম্পাদক মোকলেস প্রধান, মোখলেস প্রধান, সহ-সাংগঠনিক সম্পাদক আল-আমিন, অর্থ সম্পাদক মাইন উদ্দিন, ধর্ম বিষয়ক সম্পাদক রহমত উল্লাহ, সহ অর্থ সম্পাদক মোহাম্মদ সবুজ, মোহাম্মদ স্বপন, আইন বিষয়ক সম্পাদক মোঃ ওমর ফারুক সোহাগ, সহ প্রচার সম্পাদক সোহেল রানা, মাঈন উদ্দিন, লিটন মিয়া, কামরান মিয়া, হানিফ মিয়া, জাহাঙ্গীর আলম, আবুল হোসেন, মোহাম্মদ সেলিম প্রমুখ৷