আমিরাতে বিজয় দিবস উপলক্ষে ব্যাডমিন্টন টুর্ণামেন্ট অনুষ্ঠিত

আমিনুল হক আমিনুল হক

বায়ান্ন টিভি

প্রকাশিত: ১:২৮ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৮, ২০২৪ 100 views
শেয়ার করুন

সংযুক্ত আরব আমিরাতে রয়েছে বাংলাদেশি অনেক সম্ভাবনাময় ব্যাডমিন্টন খেলোয়াড়। নিজস্ব ইনডোর মাঠ থাকলে এসব খেলোয়াড়রা আন্তর্জাতিকভাবে দেশের সুনাম বয়ে আনতে পারবে। অভিজ্ঞ খেলোয়াড় নিয়ে আমিরাতের বিভিন্ন প্রদেশে ইনডোর গ্রাউন্ডে প্রায় চার শতাধিক খেলোয়াড় নিয়ে চর্চা করে আসছে। সংগঠনটি বছরে ৪টি টুর্নামেন্ট এর আয়োজন করে বাংলাদেশিদের মধ্যে উদ্দীপনা তৈরী করছে। ২০১৮ সালে প্রতিষ্ঠার পর থেকে আরব আমিরাতের ক্রীড়া অঙ্গনে বাংলাদেশিদের নাম উজ্জ্বল করার মানসে কাজ করে যাচ্ছে এই সংগঠন। বাংলাদেশ কমিউনিটির সবার সহযোগিতা পেলে একটি শক্তিশালী আন্তর্জাতিক মানসম্পূর্ন ক্লাব হবে এমনটাই প্রত্যাশা।

মহান বিজয় উপলক্ষে বাংলাদেশ ব্যাডমিন্টন গ্রুপ ইউএই আয়োজিত এক বর্নাট্য ব্যান্ডমিন্টন টুর্নামেন্টে এসব কথা বলেন বক্তারা।

রবিবার আজমানের উইনার স্পোর্টস ক্লাবে আয়োজিত ব্যাডমিন্টন টুর্নামেন্টের শুভ উদ্ভোধন করেন সংগঠনের চেয়ারম্যান মীর মহিউদ্দিন।

বাংলাদেশ ব্যাডমিন্টন গ্রুপ আমিরাতের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আরকান আফতাবের পরিচালনায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মামুন রশীদ মুন্না। প্রধান অতিথি ছিলেন সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ আমিরাত শাখার সাবেক সাধারণ সম্পাদক সিআইপি সালেহ আহমদ।

বিশেষ অতিথি ছিলেন দোহা আল শামস ও জেইন প্রোফার্টিজের সত্বাধীকারী জাহিদ হোসেন জিদ্দি, এইচ কে ফ্যাশনের সত্বাধীকারী হাবিবুর রহমান রাসেল, আজমানের বিশিষ্ট ব্যবসায়ী সুহেল আহমদ।

উপস্থিত ছিলেন যুগ্ন সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান নাসির, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দিন জাবেদ, ক্রীড়া সম্পাদক মাছুম হাওলাদার, অর্থ সম্পাদক সুহেল তানভীর রানা, দপ্তর সম্পাদক তাওহীদুল ইসলাম, সহ অর্থ সম্পাদক নুরুল ইসলাম নূর, আপ্যায়ন সম্পাদক ফারুক আহমদ, ধর্ম বিষয়ক সম্পাদক ইউনুস আনোয়ার, ইমরান, ফিরোজ, শিপন, জমশেদ প্রমুখ।

চারটি ক্যাটাগরিতে অনুষ্ঠিত ব্যাডমিন্টন টুর্নামেন্টে প্রায় ৫০টি টিম অংশগ্রহণ করে। খেলায় বিজয়ীদের হাতে পুরস্কার ও নগদ অর্থ দিয়ে সম্মাননা জানানো হয়।