রেডিমেড গার্মেন্টস ট্রেডার্স এসোসিয়েশন বিজয় দিবস উদযাপন

আমিনুল হক আমিনুল হক

বায়ান্ন টিভি

প্রকাশিত: ৭:৩৬ অপরাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০২৩ 109 views
শেয়ার করুন

১৯৭১ সালে দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী মরণপণ যুদ্ধের শেষে বিজয় ছিনিয়ে এনেছিল বীর বাঙালিরা। বিশ্ব মানচিত্রে লাল-সবুজের পতাকার স্থান পাওয়া দিনটিই হলো ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস। বাঙালি জাতির চিরদিনের গৌরব, অসম সাহস, বীরত্ব ও আত্মদানে মহিমান্বিত অর্জন মুক্তিযুদ্ধের বিজয়ের দিন হিসেবেই বিজয় দিবস পালন করা হয়। আগামী প্রজন্মকে বিজয় দিবস সর্ম্পকে জানাতে বিজয় দিবস উদযাপনের বিকল্প নেই।

সংযুক্ত আরব আমিরাতে রেডিমেড গার্মেন্টস ট্রেডার্স এসোসিয়েশন আজমান আয়োজিত বিজয় দিবস উদযাপন পরবর্তী আলোচনা সভায় এসব বলেন বক্তারা।

শুক্রবার শারজাহের ন্যাশনাল পার্কে আয়োজিত আলোচনা সভায় রেডিমেড গার্মেন্টস ট্রেডার্স এসোসিয়েশন আজমানের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনিরের পরিচালনায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ইমন মোহাম্মদ হাকিম। প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা হুমায়ূন কবির। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ বিজনেস কাউন্সিল আজমানের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী হেলাল উদ্দিন সিআইপি।

বিশেষ অতিথি ছিলেন রেডিমেইড গার্মেন্টস ট্রেডার্স এসোসিয়েশন আজমানের উপদেষ্টা শহিদুল ইসলাম, মোহাম্মদ শাহাব উদ্দিন, লোকমান খান, নুরুল আমীন, সাইদ ভুইয়া, হাজী মোহাম্মদ শওকত, মোহাম্মদ সাইদ, ফিরোজ আলম, মোহাম্মদ আলমগীর, সিনিয়র সহ সভাপতি শামিম আহমদ, সহ সভাপতি মোঃ দুলাল সরকার, মোহাম্মদ সুমন আহমেদ, মোহাম্মদ শফিক, মোঃ রাশেদুল ইসলাম মুরাদ, মোহাম্মদ মাসুম বিল্লাহ, মোহাম্মদ মেজবাহ উদ্দিন গাজী, মোহাম্মদ হযরত আলী, মোহাম্মদ রফিকুল ইসলাম, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন, মোহাম্মদ ইব্রাহিম আজাদ, মনির আবরার, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সালাউদ্দিন আরিফ, দপ্তর সম্পাদক মোহাম্মদ মাহমুদ, অর্থ বিষয়ক সম্পাদক মোহাম্মদ ওয়াহিদ মোল্লা, প্রচার সম্পাদক সালাহউদ্দিন রনি, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ মাইনুদ্দিন কৃষ্ণ ভুইয়া, মোহাম্মদ মামুন খন্দকার, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ মান্নান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোঃ সৈয়দ সবুজ, মোহাম্মদ সোহাগ, মোহাম্মদ বিপ্লব, মোহাম্মদ শাহীন, মোঃ নয়ন প্রমুখ।

অনুষ্ঠানে বাচ্চাদের দৌড়, মেয়েদের বালিশ পাসিং, ও পুরুষদের বল পাসিং শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।