নিউজার্সি সহ যুক্তরাষ্ট্রের সবকটি অঙ্গরাজ্যে ভিন্ন ভাবে উদযাপিত হলো পবিত্র ঈদুল ফিতর। প্রেসিডেন্ট ট্রাম্পের উপাসনালয়ে যাওয়ার আহ্বানকে আমেরিকার মুসলিম কমিউনিটি সময়োপযোগী মনে করেনি। তারা সোস্যাল ডিস্টেন্স মেনে ও বিভিন্ন বাড়ির আঙ্গিনায় ছোট ছোট গ্রুপে পবিত্র ঈদুল ফিতরের জামায়াত আদায় করেছেন। প্রতিটি ঈদ জামায়াতে করোনাভাইরাস থেকে নাজাত চেয়ে মহান আল্লাহ তায়ালার দরবারে বিশেষ মোনাজাত করা হয়।
নিউজার্সির মুসলিম কমিউনিটি লকডাউন মেনে নিজ নিজ ঘরে থেকে ভিডিও কলের মাধ্যমে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন। অনেক পরিবার ঈদ পালন করেছেন করোনায় স্বজন হারানো বেদনা নিয়ে। কোন কোন পরিবারে রয়েছে আক্রান্ত সদস্য।
এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত শনিবার থেকে সোমবার পর্যন্ত মেমরিয়্যাল ডে উইকেন্ডে আমেরিকানরা যাতে শহীদ সৈনিক এবং করোনায় নিহতদের সম্মানে নিজ নিজ ধর্মীয় রীতি অনুযায়ী প্রার্থনা করতে ও একইসাথে মুসলমানরা ঈদ জামাতেও অংশ নিতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছিলেন। তবে প্রেসিডেন্ট ট্রাম্পের এই আহ্বানে কোনো সাড়া মিলেনি। মানুষ স্বাস্থ্যবিধি মেনে ঈদ উদযাপন করেছে।
উল্লেখ্য আমেরিকায় করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কমতে শুরু করেছে। আমেরিকা বাসি করোনাভাইরাস থেকে মুক্তির পথে আলো দেখছে।


