কেরানিগঞ্জে আফসানা হাউজিং-এ সুয়ারেজ লাইনের কাজ উদ্বোধন

তপু ঘোষাল তপু ঘোষাল

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১০:০৪ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৯, ২০২৩ 47 views
শেয়ার করুন

ঢাকার খুবই নিকটে আফসানা হাউজিং এ সুয়ারেজ লাইন এর কাজ এর শুভ উদ্ভোদন করেন।

সোমবার (১৮ ডিসেম্বর) সকাল ৯ টায় ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলার শাক্তা ইউনিয়নের ঝাউচর এলাকায় আফসানা হাউজিং এ সুয়ারেজ লাইন এর কাজ উদ্ভোদন করেন হাউজিং এর মালিক মোহাম্মদ সজীব বেপারী।

আফসানা হাউজিং প্রকল্পে আনুমানিক প্রায় ৫শতাধিক ছোট বড় প্লটের জন্য অগ্রীম এই সুয়ারেজ লাইন এর কাজ শুরু করা হয়েছে।

ইতিমধ্যে হাউজিং এ বেশ কয়েকটি বাড়ি ঘর নির্মান কাজ শেষে মানুষ বসবাস করছেন এই হাউজিং এ। ভবিষ্যতে হাউজিং এ সবগুলো প্লটে বাড়িঘর নির্মান করে বসবাসের উপযোগী করে তোলার জন্য অগ্রীম এই সুয়ারেজ লাইন খুবই প্রয়োজন বলে জানিয়েছে মোহাম্মদ সজীব বেপারী।

তিনি আরও বলেন, সময়ের সাথে তাল মিলিয়ে মানুষ বসবাসের জন্য যা কিছু প্রয়োজন, আফসানা হাউজিং এ সবকিছুই যথা সময়ে নির্মান করা হবে। ঢাকার (বসিলা) ব্রীজ থেকে মাত্র ১কিলোমিটার দূরে, বুড়িগঙ্গা নদীর পাড়ে মনোরম পরিবেশে এই হাউজিং একটি আধুনিক ও পরিকল্পিত নগরী হিসাবে গোড়ে তোলা হবে।