আমিরাতে কুলাউড়া সমিতির অভিষেক ও আলোচনা সভা

আমিনুল হক আমিনুল হক

বায়ান্ন টিভি

প্রকাশিত: ২:১৬ পূর্বাহ্ণ, নভেম্বর ২৬, ২০২৩ 399 views
শেয়ার করুন

সংযুক্ত আরব আমিরাতে যত সংগঠন আছে তাদের মধ্যে কুলাউড়া সমিতি অন্যতম। কুলাউড়া সমিতি ছাড়াও দেশের মানুষের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে এবং দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। আগামি দিনে এমন মানবিক কাজ এ সংগঠন অব্যাহত রাখবে।

সংযুক্ত আরব আমিরাতে মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার প্রবাসিদের নিয়ে গঠিত সংগঠন কুলাউড়া সমিতির অভিষেক অনুষ্ঠান ও আলোচনা সভায় এসব কথা বলেছেন বক্তারা।

শুক্রবার (২৪ই নভেম্বর) বাংলাদেশ সমিতি শারজায় হলরুমে আয়োজিত অভিষেক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আব্দুল লতিফ। সংগঠনের সাধারণ সম্পাদক রিপন মজুমদার ও সহ সভাপতি ইসমত আলীর যৌথ পরিচালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কন্সুল্যেট জেনারেল দুবাই ও উত্তর আমিরাতের কমার্শিয়াল কাউন্সিলর আশীষ কুমার সরকার। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ সমিতি শারজাহের সভাপতি আলহাজ্ব এম এ বাশার।

বিশেষ অতিথি ছিলেন সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ আমিরাত শাখার সভাপতি হাজী আব্দুর রব, কুলাউড়া সমিতির প্রধান উপদেষ্টা আব্দুল মতিন, কুলাউড়া সমিতির প্রধান পৃষ্টপোষক মুছব্বির আলী বাদশাহ, সিনিয়র সহ সভাপতি নজরুল ইসলাম লিটন তালুকদার, উপদেষ্টা আতাউর রহমান আতা, উপদেষ্টা জালাল উদ্দিন মন্তর, বাংলাদেশ সমিতির কোষাধ্যক্ষ আবুল কালাম আজাদ, কুলাউড়া সমিতির উপদেষ্টা কারী আবু রুকিয়ান, পৃষ্ঠপোষক আলিম উদ্দিন, উপদেষ্টা তারামিয়া বাকুল, সহ সভাপতি রেজাউর রহমান রাজ্জাক, সহ-সভাপতি মসুদ আলী, সহ-সভাপতি মখলিছ মিয়া, উপদেষ্টা কারী মাহমুদুর রহমান, সহ-সভাপতি খলিলুর রহমান খলিল, পৃষ্ঠপোষক মোজাহিদুল ইসলাম, সংগঠক আনোয়ার হোসেন প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন কুলাউড়া সমিতির ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মনসুর আহমদ। স্বাগতিক বক্তব্য রাখেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক আশরাফ খান ইরন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুল গাফফার রুবেল, যুগ্ন সম্পাদক এমদাদুল হাসান নাসির, দপ্তর সম্পাদক আব্দুল কুদ্দুস, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক লিটন মজুমদার, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জাহিদ হাসান বাবলু, ক্রীড়া সম্পাদক আশরাফুল ইসলাম শিমুল, সদস্য আকরাম আলী, জাহাঙ্গীর আলি, খোকন আহমদ, আকবর আলি, জানে আলম, জসিম উদ্দিন সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।