সাভারে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২৩ উপলক্ষে মতবিনিময়

তপু ঘোষাল তপু ঘোষাল

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ৮:১৬ অপরাহ্ণ, নভেম্বর ২৫, ২০২৩ 175 views
শেয়ার করুন

ঢাকা জেলার সাভারে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২৩ উপলক্ষে সাভারে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার ( ২৫ নভেম্বার) সকালে কাতলাপুর বাংলাদেশ মহিলা পরিষদ সাভার শাখার কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় এসময় কর্মকর্তারা সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

নারীর প্রতি সহিংসতা বন্ধে এগিয়ে আসুন, সহিংসতা প্রতিরোধে বিনিয়োগ করুন”-এই শ্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ(২৫ নভেম্বর – ১০ ডিসেম্বর) ও বিশ্ব মানবাধিকার দিবস ২০২৩ উপলক্ষে অদ্য ২৫ নভেম্বর, ২০২৩ তারিখ সকাল ১১টায় বাংলাদেশ মহিলা পরিষদ,সাভার জেলা শাখা কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এসময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাভার শাখার সভাপতি পারভীন ইসলাম। কেন্দ্রীয় লিখিত বক্তব্য পাঠ করেন লিগ্যাল এইড সম্পাদক নাসরিম মহল ও ঝুমা রায়। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক জেসমিন আক্তার লিপি।

আপ্যায়নের দায়িত্বে ছিলেন সাংস্কৃতিক সম্পাদক – লুবনা মরিয়ম ইভা ও তরুনী সদস্য আয়াতুননেসা নিসা। সভাপতিসহ লিগ্যাল এইড সম্পাদক, প্রশিক্ষন সম্পাদক এবং সাধারণ সম্পাদক সাংবাদিকদের সংগঠন এবং নারী নির্যান বিষয়ে নানাবিধ প্রশ্নের উত্তর প্রদান করেন। সভার সভাপতি পারভীন ইসলাম এসময় বলেন, নারী নির্যাতন বন্ধে আমরা সাভারে কাজ চালিয়ে যাচ্ছি, বাল্য বিবাহ বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ সব সময়ই নিয়ে থাকি এছাড়াও নারী নির্যাতন বন্ধে নির্যাতিত নারীর পরিবার পরিজন নিয়ে তাদের মটিভেট করে তাদের ‍উভয় পক্ষকে বুঝিয়ে সংসার স্বাভাবিক করার প্রক্রিয়া করে থাকি। এছাড়াও আমাদের সংগঠনের মাধ্যেমে আইনি ব্যাবস্থার প্রয়োজন হলে তা আমরাই আইনি সহযোগীতায় এগিয়ে আসি, এসকল কাজ করতে গিয়ে অনেক সময় বাধার সম্মখিন হতে, তখন আমরা প্রষাসনের সহযোগীতা নিয়ে থাকি, আমাদের এই সামাজিক কাজের সাথে আমরা, স্থানীয় সাংবাদিকদের সম্পৃতিক্ততা আশা করছি।