আমিরাতে শ্রী শ্রী কালীপূজা অনুষ্ঠিত

আমিনুল হক আমিনুল হক

বায়ান্ন টিভি

প্রকাশিত: ১:২৯ পূর্বাহ্ণ, নভেম্বর ১৫, ২০২৩ 73 views
শেয়ার করুন

সংযুক্ত আরব আমিরাতে হিন্দু ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শ্রী শ্রী কালীপূজা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১২ নভেম্বর) শ্রী শ্রী কালী পূজা উদযাপন কমিটি আজমানের শ্রী লোকনাথ সেবাশ্রম কারামা ইউএই এর আয়োজনে কার্তিক মাসের অমাবস্যা তিথিতে কালীপূজা অনুষ্ঠিত হয়েছে।

শ্রী শ্রী কালীপূজা উদযাপন কমিটি আজমানের সভাপতি অঞ্জন দাশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাকিল দাসের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন সনাতনী ঐক্য পরিষদের সভাপতি অজিত কুমার রায়, সাধারণ সম্পাদক উত্তম কুমার সরকার, অর্থ সম্পাদক কার্তিক সাহা, উপদেষ্টা বিশ্বনাথ দে, অলোক মজুমদার সহ বিভিন্ন সনাতন কমিটির নেতৃবৃন্দ।

বক্তব্য রাখেন শ্রী শ্রী কালীপূজা উদযাপন কমিটি আজমানের সহ সভাপতি প্রদীপ দাশ, শয়ন শীল, সহ সাধারণ সম্পাদক চিন্তহরণ রুদ্র, রনি শীল, সাংগঠনিক সম্পাদক সঞ্জয় শীল, সহ সাংগঠনিক সম্পাদক সুমন দাশ, টিটন দেবনাথ, অর্থ সম্পাদক আনন্দ শীল, সহ অর্থ সম্পাদক রতন দাশ, অভি শীল, সাংস্কৃতিক সম্পাদক রিন্টু নাথ, সহ সাংস্কৃতিক সম্পাদক আশীষ নাথ, ইন্দজীত দাশ, প্রচার সম্পাদক প্রবল পাল, সহ প্রচার সম্পাদক নান্টু নাথ, দীপস্কর হাওলাদার,, পূজারী শান্তিপ্রদ চক্রবতী, সহ পূজারী সৌরভ পাল, সদস্য, রুবেল, ঝন্টু, অরুপ, ইমন, সুবীর, অন্তু, জয়, প্রান্ত, মিশু, তাপস সেন ও সাগর দাস প্রমুখ।

উপস্থিত ছিলেন শ্রী শ্রী কালীপূজা উদযাপন কমিটির উপদেষ্টা লিটন নাথ, রাজীব শীল, গনেশ নাথ, রুপন শীল, প্রসাদ শীল, নয়ন শীল, রিটন শীল, সজল নাথ, অজিত শীল, বিজয় সেন ও নিউটন শীল। সার্বিক সহযোগিতায় আজমান ইসকন সংঘের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, কালীপূজা হচ্ছে শক্তির পূজা। জগতের সব অশুভ শক্তিকে পরাজিত করে শুভশক্তির বিজয়। কালী দেবী তার ভক্তদের কাছে শ্যামা, আদ্য মা, তারা মা, চামুণ্ডি, ভদ্রকালী, দেবী মহামায়াসহ বিভিন্ন নামে পরিচিত। আগামীতে আমরা আরো বড় পরিষরে পূজার আয়োজন করব।