হবিগঞ্জের মানুষ আওয়ামী লীগকে ভালবেসে বার বার নৌকার বিজয় নিশ্চিত করেছেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগকে বিজয়ী করে উন্নয়নের চাকা সচল রাখতে হবে। অন্যতায় দেশের অস্তিত্ত্ব থাকবেনা এবং দেশের এই অভুতপুর্ব উন্নয়ন বাধাগ্রস্ত হবে।
হবিগঞ্জ আওয়ামী পরিবার সংযুক্ত আরব আমিরাতের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাংলাদেশ আওয়ামী লীগ হবিগঞ্জ জেলা শাখার বিপ্লবী সাধারণ সম্পাদক এডভোকেট মোহাম্মদ আলমগীর চৌধুরী।
শারজাহের নুর আল হেলাল পার্টি হলে হবিগঞ্জ আওয়ামী পরিবারের আহবায়ক প্রকৌশলী কামরুল হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব এম আব্দুল আউয়াল ও হারুনুর রশিদ রঙ্গুর যৌথ পরিচালনায় প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ হবিগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামিম।
তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ জেলার চারটি সংসদীয় আসনেই আওয়ামী লীগের মনোনীত প্রার্থীদেরকে বিজয়ী করতে হবে। নৌকার বিজয় নিশ্চিত করতে আমাদের পরিবার পরিজনের ভোট প্রদানের মাধ্যমে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক জনাব নিজামুল হক মোস্তফা শহিদ চৌধুরী রানা, দুবাই আওয়ামী লীগের সভাপতি হাজী শফিকুল ইসলাম, শায়েস্তাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ওসমান আলী মিনু, দুবাই বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক আবুল কাশেম, শারজাহ আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা বচন মিয়া তালুকদার, খরফাক্কান আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ শিশু মিয়া, আওয়ামী লীগ নেতা হাজী শফিকুল হক, খরফাক্কান আওয়ামী লীগ নেতা মোহাম্মদ হারুন, শেখ দরবেশ আলী, শারজাহ আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুল মান্নান বেলন, আজমান যুবলীগের সভাপতি মুরশেদুল কাদের মুন্না।
বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা রোজেল তরফদার, ফারুক মিয়া, মোহিত মিয়া, আব্দুল মন্নান, অলিউর রহমান সুজন, মোজাম্মেল হোসেন, সুহেল মিয়া, দুলাল মিয়া, মোহিত চৌধুরী, মোস্তাক আহমেদ, বজল মিয়া, ছাত্রনেতা আলী আসকর, মিনু মিয়া, আমিনুল, জাহেদ মিয়া প্রমুখ।
বক্তারা বলেন, দেশের অভুতপুর্ব উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনাকে পঞ্চম বারের মত প্রধানমন্ত্রী নির্বাচিত করার বিকল্প নেই। মাননীয় প্রধানমন্ত্রীকে পুনরায় নির্বাচিত করতে হলে আওয়ামী লীগের ঐক্যের বিকল্প নেই।
হবিগঞ্জ আওয়ামী পরিবার সংযুক্ত আরব আমিরাতের আগামী তিন বছরের জন্য নতুন কমিটি ঘোষনা করেন প্রধান অতিথি এডভোকেট মোহাম্মদ আলমগীর চৌধুরী। প্রকৌশলী কামরুল হোসেনকে সভাপতি, হাজী আব্বাস উদ্দিনকে সিনিয়র সহ সভাপতি, আব্দুল আওয়ালকে সাধারণ সম্পাদক, হারুনুর রশিদ রঙ্গুকে যুগ্ন সাধারণ সম্পাদক, মমিনুল হক রাসেল ও মামুন আহমেদকে সাংগঠনিক সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়।
অতিথিবৃন্দদের ক্রেষ্ট ও ফুল দিয়ে সম্মাননা জানানোর পাশাপাশি নবনির্বাচিত কমিটিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।