হোমনা-মেঘনা প্রবাসী কল্যাণ পরিষদের অভিষেক

আমিনুল হক আমিনুল হক

বায়ান্ন টিভি

প্রকাশিত: ৯:২৮ অপরাহ্ণ, অক্টোবর ৩১, ২০২৩ 340 views
শেয়ার করুন

সংযুক্ত আরব আমিরাতে কুমিল্লা জেলার হোমনা ও মেঘনা উপজেলা প্রবাসীদের নিয়ে গঠিত হোমনা-মেঘনা প্রবাসী কল্যাণ পরিষদ সংযুক্ত আরব আমিরাত শাখার অভিষেক অনুষ্ঠিত হয়েছে।

রোববার আজমানের কাসার আল জর্ফ রেষ্টুরেন্টের হলরুমে আয়োজিত সংবর্ধনা সভায় সংগঠনের সভাপতি মোঃ নাজিরুল হক ভূঁইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শিকদার মোহাম্মদ শাফায়েত উল্লাহের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন মেঘনা উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং মেঘনা উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইফুল্লাহ্ মিয়া রতন সিকদার। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ থেকে আগত হোমনা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ.কে.এম সিদ্দিকুর রহমান আবুল।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কমিউনিটি নেতা প্রকৌশলী জাফর চৌধুরী সিআইপি, গ্রেটার কুমিল্লা ওয়েলফেয়ার সোসাইটি আমিরাতের সভাপতি মাহাবুব আলম মানিক সিআইপি, দুবাই ইলেকট্রিসিটি ও ওয়াটার সাপ্লাই অথরিটির (DEWA) ব্যবস্থাপক ইঞ্জিনিয়ার মনিরুজ্জামান সরকার মোহন, বাংলাদেশ সমিতি শারজাহের সিনিয়র সহ-সভাপতি ইসমাইল গনি চৌধুরী, গ্রেটার কুমিল্লা ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক নাছির উদ্দিন কাউছার, চান্দিনা প্রবাসী কল্যাণ পরিষদ ইউএই এর সভাপতি মোহাম্মদ দেলোয়ার হোসেন সিআইপি সহ বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দের বক্তব্য রাখেন।

সবশেষে আমন্ত্রিত অতিথি ও সংগঠনের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীদের মধ্যে ক্রেস্ট বিতরণ করা হয়।

হোমনা-মেঘনা প্রবাসী কল্যাণ পরিষদের নব নির্বাচিত কমিটিতে মাহবুব উল্লাহ সিকদারকে সংগঠনের প্রধান উপদেষ্টা, এন এইচ সরকার ভুট্টুকে সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত করে ৫১ সদস্য বিশিষ্ট একটি শক্তিশালী কার্যকরী কমিটির ঘোষনা করা হয়।

৫১ সদস্য বিশিষ্ট কমিটিতে আরো নির্বাচিত হয়েছেন উপদেষ্ঠা নুরুল ইসলাম, মোশারফ হোসেন, মান্নান সরকার, জলিল, জাকির, হারুন, স্বপন, সিদ্দিক, জহির, আক্তার ও ডিএম, সহ-সভাপতি মোহাম্মদ রনি, মনির হোসেন, মোহাম্মদ আইয়ুব নবী, শামীম আহমেদ প্রধান, মিজানুর রহমান, ওয়ালীউল্লাহ, আলি আহমেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, জাকির হোসেন প্রধান, আলামিন, মোহাম্মদ কাজল মিয়া, সহ সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান মোল্লা, ফারুক, ফয়সাল আহমেদ, হানিফ সরকার, মাইন উদ্দিন।

আরো নির্বাচিত হয়েছেন অর্থ সম্পাদক মাঈন উদ্দিন, সহ অর্থ সম্পাদক মোঃ সবুজ, স্বপন, দপ্তর সম্পাদক আবুল কালাম আজাদ রুবেল, সহ-দপ্তর সম্পাদক মহিউদ্দিন মহসিন, প্রচার সম্পাদক আল-আমিন, সহ প্রচার সম্পাদক সোহেল রানা, মাইন উদ্দিন, মোহাম্মদ হানিফ সরকার, আইন বিষয়ক সম্পাদক মোঃ ওমর ফারুক সোহাগ, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আল আমিন (২), সহ ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মুখলেস প্রধান, জামান শাহিন আলম, সমাজকল্যাণ ও আপ্যায়ন বিষয়ক সম্পাদক অলেক, সহ সমাজকল্যাণ ও আপ্যায়ন বিষয়ক সম্পাদক আবুল হাশেম, মোঃ রাসেল, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সায়েম, ধর্ম বিষয়ক সম্পাদক রহমত উল্লাহ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মনির হোসেন, সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সেলিম সরকার, জাহাঙ্গীর, মহিলা বিষয়ক সম্পাদক সালমার শাফায়াত লাকি, সহ-মহিলা সম্পাদক কোহিনূর আক্তার, সদস্য জসিম উদ্দিন ভিপি, মোহাম্মদ আলমগীর, হাসান, লিটন, মেহেদী হাসান, মিজানুর রহমান ও আলমগীর।