গোলাপগঞ্জ-বিয়ানীবাজারবাসীর কাঙ্খিত উন্নয়নের লক্ষ্যে এমপি হতে চাই -এলিম চৌধুরী

প্রকাশিত: ৯:০৬ অপরাহ্ণ, অক্টোবর ২৬, ২০২৩ 482 views
শেয়ার করুন

সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী, গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিম বলেছেন, বঙ্গবন্ধুর তনয়া মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারাদেশে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে। আগামী নির্বাচনে জনগণ উন্নয়ন ধারা অব্যাহত রাখতে ফের শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়। তাই গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের জনগণের কাঙ্খিত ও পরিকল্পিত উন্নয়ন সাধনের লক্ষ্যে এই আসনে নৌকার মনোনয়ন নিয়ে এমপি হতে চাই। এই দুই উপজেলা আওয়ামী লীগের প্রকৃত ত্যাগী নেতাকর্মী এবং সাধারণ জনগণ আমাদের সাথে রয়েছেন। নেত্রী মনোনয়ন দিলে জনগণকে সাথে নিয়ে এই আসনে নৌকার বিজয় উপহার দিবো ইনশাআল্লাহ।

 

আজ বৃহস্পতিবার বিকাল ৩টায় গোলাপগঞ্জ চৌমুহুনী চত্বরে গোলাপগঞ্জ আওয়ামী লীগ ও সহযোগী-অঙ্গসংগঠন এবং গোলাপগঞ্জবাসী আয়োজিত উন্নয়ন ও শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা গুলো বলেন।

 

গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মুবিন জায়গীরদারের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খায়রুল ইসলাম এর পরিচালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও সিলেট জেলা যুব মহিলা লীগের সভাপতি নাজিরা বেগম শিলা, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি রুকন উদ্দিন, সহসভাপতি সাহেদ আহমদ, সহসভাপতি রফিক উদ্দিন মাখন, সহসভাপতি মোস্তাব উদ্দিন কামাল, যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন চুনু, সাংগঠনিক সম্পাদক হাসিন আহমদ মিন্টু, সাংগঠনিক সম্পাদক রিপন চৌধুরী, সিনিয়র সদস্য মহসিন মঞ্জু, আলহাজ্ব ময়নুল হক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কাউন্সিলর রুহিন আহমদ ও গোলাপগঞ্জ পৌরসভা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রুহেল আহমদ প্রমুখ।

 

সমাবেশে গোলাপগঞ্জ উপজেলা, পৌরসভা ও ১১টি ইউনিয়নের আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্থরের নেতাকর্মী এবং সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।