সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি বলেছেন, আওয়ামী লীগ ধর্ম নিয়ে রাজনীতি কিংবা ব্যবসা করে না কিন্তু সকল ধর্ম কে যথাযথ সম্মান দেয়। এদেশে ইসলাম ধর্মের প্রসার ও ইসলামী শিক্ষাকে এগিয়ে নিতে আওয়ামী লীগ সরকারই সর্বোচ্চ অবধান রেখেছে। ফিলিস্তিনের মজলুম জনতার পক্ষে আওয়ামী লীগ সরকার অতীতে ছিলো এখনো আছে। কিন্তু ধর্ম নিয়ে রাজনীতি করা ধর্ম ব্যবসায়ী বিএনপি এখন ইসরাইলের পক্ষে। তারা গাজায় ইসরাইলী নিশৃংস হামলার প্রতিবাদে একটি বিবৃতিও দেয়নি এখনো। ক্ষমতায় যাওয়ার জন্য ইসরাইলের বন্ধু পশ্চিমাদের খুশি রাখতে ধর্ম ব্যবসায়ী বিএনপি এখন ইসরাইলের পক্ষে। বৃহস্পতিবার বেলা ২টায় সিলেটের বিয়ানীবাজার পৌর শহরে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত উন্নয়ন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা গুলো বলেন।
বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান খানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মাকসুদুল ইসলাম আউয়ালের পরিচালনায় সমাবেশে অন্যান্যদের উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি যুদ্ধাহত মুক্তি যুদ্ধা আব্দুল আহাদ কলা, আহমদ হোসেন বাবুল, হারুন হেলাল, নাজিম উদ্দিন, সালেহ আহমদ বাবুল, অধ্যাপক আব্দুল খালিক, যুগ্ম সাধারন সম্পাদক হারুনুর রশিদ দিপু, যুগ্ম সাধারন সম্পাদক সাবেক মেয়র আব্দুস শুকুর, যুগ্ম সাধারন সম্পাদক উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম পলব, সাংগঠনিক সম্পাদক মাসুদ আহমদ খান ও বিয়নীবাজার পৌরসভার মেয়র ফারুকুল হকসহ উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন স্থরের নেতৃবৃন্দ।
এমপি নাহিদ আরো বলেন, বিয়ানীবাজারের সকল রাস্তার সংস্কার কাজ পর্যায় ক্রমে এই অক্টোবরে শুরু হবে এবং নভেম্বরের মধ্যে তা সম্পন্ন হবে। এই জনপদে অনেক উন্নয়ন সাধিত হয়েছে বাকি যা আছে তাও পর্যায় ক্রমে হবে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে।