সাভার পালপাড়া সমরের সুস্থতা কামনায় সার্বজনীন প্রার্থনা

তপু ঘোষাল তপু ঘোষাল

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১২:১০ পূর্বাহ্ণ, অক্টোবর ১১, ২০২৩ 443 views
শেয়ার করুন

ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাভার উপজেলার তেঁতুল ঝোড়া ইউনিয়ন পষিদের জননন্দিক চেয়ারম্যান, গড়ীব দুঃখী ও মেহনতি মানুষের পরম বন্ধু, ফখরুল আলম সমর এর সুস্থতা কামনায় সাভার পালপাড়া শ্রী শ্রী ষড়ভূজ মহাপ্রভুর মন্দির (বড় আখড়া) প্রাঙ্গনে সর্বজনীন বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গণবার (১০ অক্টোবর) সন্ধ্যা ৭ টায় ঢাকা জেলার সাভার পৌর এলাকার ৫নং ওয়ার্ডের পালপাড়া ঐতিহ্যবাহী শ্রী শ্রী ষড়ভূজ মহাপ্রভুর মন্দির (বড় আখড়া) প্রাঙ্গনে এ প্রার্থনার আয়োজন করা হয়।

এ সময় অসুস্থ সমরের সুস্থতা কামনা করে বিশেষ প্রার্থনা কার্যক্রম পরিচালনা করেন গণমাধ্যমকর্মী তপু ঘোষাল।

বিশেষ প্রার্থনায় উপস্থিত ছিলেন সাভার পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর মশিউর রহমান খান সম্রাট, রনু সাহা, শান্ত সাহা, বিরেশ চন্দ্র পাল, বিমল পাল, সঞ্জয় পাল পচা, মানিক রায়, সমীর পাল, রিপন দও, সজীব পাল, টুটুল পাল, টুটুল সরকার পটলা, লোকনাথ মন্দিরের পূজারী তারাপদ চক্রবর্তী, সম্পদ পাল, বিকাশ পাল, অপূর্ব পাল প্রমুখ৷

এছাড়াও সাভারের বিভিন্ন মিশন, মন্দির, মাসজিদে সমরের সুস্থ্যতা কামনায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।

ফখরুল আলম সমর হার্ডের সমস্যা নিয়ে বর্তমানে থাইল্যাণ্ডে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।