ঢাকা জেলার সাভারে ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় সাভার উপজেলা পরিষদের কনফারেন্স রুমে সাভার উপজেলায় কর্মরত সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, সুশীল সমাজ ও সাংবাদিকদের সমন্বয়ে এই মতবিনিময় সভা সম্পন্ন হয়।
সাভার উপজেলা প্রশাসনের আয়োজনে এবং সাভার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মাজহারুল ইসলাম এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা প্রশাসক আনিসুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব।
সভায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন- তেঁতুলঝোড়া ইউপি চেয়ারম্যান ফখরুল আলম সমর, আশুলিয়া ইউপি চেয়ারম্যান শাহাবুদ্দিন মাদবর, সাভার উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান ইয়াসমিন আক্তার সুমি প্রমুখ সহ সাভার উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ।