সিলেটের গোলাপগঞ্জে মাস্ক বিতরণ

প্রকাশিত: ৩:১৪ পূর্বাহ্ণ, মে ২৩, ২০২০ 593 views
শেয়ার করুন

 

করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সাধারণ মানুষকে সচেতনতা বাড়াতে গত ১৯ মে মংগলবার সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ৩নং ফুলবাড়ি ইউনিয়নের হিলালপুর আবাসিক এলাকার T5 হিলালপুর ট্রেনিং সেন্টার -এর একটি প্রজেক্ট “T5 নাঈম আহমদ হিলালপুর ফ্রি সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের” পক্ষ থেকে আনুষ্টানিক ভাবে গোলাপগঞ্জ পৌরসভার জননন্দিত মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি জনাব আমিনুল ইসলাম রাবেলের কাছে এক বস্ক মাস্ক প্রদান করা হয় গোলাপগঞ্জ পৌরসভার কনফারেন্স হলে। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ হেল্পিং হেন্ডস ইউকে’র সভাপতি জনাব আফরোজ মিয়া শাহিন, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রুহুল আহমদের, ঢাকাদশক্ষিণ ইউনিয়নের প্রতিনিধি রেহানুর রহমানসহ বিভিন্ন ইউনিয়নের প্রতিনিধিবৃন্দ । পৌর মেয়রের হাতে এক বস্ক মাস্ক তুলে দেন T5 হিলালপুর ট্রেনিং সেন্টার -এর অন্যতম পরিচালক ও হিলালপুর শাপলা সমাজ কল্যাণ সংঘ এর সভাপতি সাকের ইসলাম, হিলালপুর জামে মসজিদ এর ক্যাশিয়ার সুলেমান আহমেদ, হিলালপুর শাপলা সমাজ কল্যাণ সংঘ এর সাবেক সভাপতি সায়েদ আহমেদ, সহ সভাপতি ও হিলালপুর আবিয়া খানম ব্রিলিয়ান্স কেয়ার এর প্রিন্সিপাল এইচ এম কাবিল আহমদ ইমন, হিলালপুর শাপলা সমাজ কল্যাণ সংঘ এর সেক্রেটারি জিয়ান আহমেদ।
অনুষ্ঠানে ঢাকাদশক্ষিণ ইউনিয়ন, বুধবারীবাজার ইউনিয়ন ও পৌরসভার প্রতিনিধিদের কাছে এক প্যাকেট করে মাস্ক হস্তান্তর করা হয়, এছাড়াও ইতিমধ্যে ফুলবাড়ী ইউনিয়ন, বাঘা ইউনিয়ন, লক্ষীপাশা ইউনিয়নসহ বিভিন্ন ইউনিয়ন ও দক্ষিণ সুরমার একাংশে T5 নাঈম আহমদ হিলালপুর ফ্রি সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের পক্ষ থেকে মাস্ক বিতরণ করা হয় l

T5 হিলালপুর ট্রেনিং সেন্টার – এর একটি প্রজেক্ট T5 নাঈম আহমদ হিলালপুর ফ্রি সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের” অন্যতম প্রতিষ্টাতা মোঃ আব্দুল মুনিম জাহেদী ক্যারল, মোঃ দিলওয়ার হোসেন ও আবু তাহের এক যুক্ত বিবৃতিতে বলেন, কোভিড-১৯ মোকাবিলায়, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া এই করোনাভাইরাস সংক্রমন প্রতিরোধে গোলাপগঞ্জ পৌরসভার প্রশাসনের কর্মকর্তা ও সাধারণ মানুষ মাস্ক ব্যবহার করে যাতে নিরাপদ থেকে সেবা দিতে পারেন তার জন‍্য আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। গোলাপগঞ্জ এলাকায় দিন দিন আরও ভয়ংকর করোনা করোনাভাইরাস আকার ধারণ করছে এবং তা খুবই ঝুঁকিপূর্ণ, এই মুহূর্তে মাস্ক ব্যবহার করা সবচেয়ে বেশি জরুরি । বিশেষ করে যারা করোনাভাইরাসে আক্রান্ত বা যারা আক্রান্ত বলে সন্দেহ করা হচ্ছে তাদের নিরাপত্তার জন্য বেশি জরুরি । এই অনুষ্টান সফল করার জন্য সুদূর ইংল্যান্ড থেকে সহযোগিতা করায় গোলাপগঞ্জ হেল্পিং হেন্ডস ইউকে’র সাধারণ সম্পাদক তানহার আহমেদ তুহিন কে ধন্যবাদ জানানো হয় এবং সবার সহযোগিতা পেলে ভবিষ্যতে আরো ব্যাপক আকারে এই জাতীয় মহতী কাজ করা সম্ভব হবে l

এখানে উল্লেখ্য T-5 ট্রেনিং সেন্টার একটি সেবামূলক প্রতিষ্টান, কর্মহীন, বেকারত্ব দূরীকরণ ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসীরা গঠন করেন T-5 ট্রেনিং সেন্টার। প্রবাসীদের গঠন করা এ প্রজেক্টের আওতায় গত ২৫ জানুয়ারি”২০ হিলালপুর কেন্দ্রীয় জামে মসজিদ মার্কেটে এ ফ্রি সেলাই প্রশিক্ষণ কেন্দ্র এবং ১৯১৯ সালে ৩এপ্রিল গোলাপগঞ্জের চন্দরপুরে আরেকটি ফ্রি সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করা হয়। যা ইতোমধ্যে সফলতার সহিত পরিচালিত হচ্ছে। দেশের মানুষকে সম্পদে রূপান্তরিত করার জন্য কর্মমুখী প্রশিক্ষণের বিকল্প নেই, ফ্রিতে প্রশিক্ষণের এমন উদ্যোগ সমাজ থেকে মাদক দূর করে বেকারত্বের অভিশাপ থেকে যুবসমাজকে মুক্ত করতে ভূমিকা রাখবে -5 ট্রেনিং সেন্টার।