বিয়ানীবাজার খশির SNV যুব সংঘের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

প্রকাশিত: ৬:৩১ অপরাহ্ণ, আগস্ট ১৯, ২০২৩ 213 views
শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সিলেটের বিয়ানীবাজার উপজেলার বৈরাগীবাজার এলাকায় গতকাল শুক্রবার বিকাল ৩ ঘটিকায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।  বিয়ানীবাজার উপজেলা কুড়ার বাজার ইউনিয়নের সামাজিক সংগঠন খশির SNV যুব সংঘের উদ্যোগে এসএসসি/দাখিল-২০২৩ উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন মাহিন আহমদ।

 

কাতারের পাবলিক প্রসিকিউশন এর ট্রান্সলেটর শাহিন আহমদ এর সভাপতিত্বে ও যুব সংঘের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সুমনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৈরাগীবাজার আইডিয়াল ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাম্মদ আবুল হাসনাত, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল মালিক, শফিক উদ্দিন মাস্টার, বিশেষ সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র প্রবাসী আব্দুল জলিল, দুবাই প্রবাসী নজরুল ইসলাম, এনামুল হক, খলিল রহমান, যুক্তরাষ্ট্র প্রবাসী জুবের আহমদ ও রিহাত আহমদ প্রমুখ।

 

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন যুব সংঘের শিক্ষা বিষয়ক সম্পাদক জাফরুল হোসেন অন্যানের মধ্যে বক্তব্য রাখেন যুব সংঘের সভাপতি ফয়েজ আহমদ, উপদেষ্টা আব্দুস সালাম বরকত, আব্দুল জলিল, শফিক উদ্দিন, শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন মোছাঃ তানজিরা আক্তার তারিন ও মোছাঃ আছিয়া খাতুন নাইমা।

 

অনুষ্ঠনে প্রধান অতিথি মুহাম্মদ আবুল হাসনাত তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের দিক নির্দেশনা প্রদান করেন এবং যুব সংঘের কর্মকান্ডে ভূয়ষী প্রশংসা করেন। অনুষ্ঠানের শেষে মোট ২৯ জন শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট, একটি ফলজ গাছের চারা, খাতা ও কলম প্রদান করা হয়।- বিজ্ঞপ্তি