জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকীতে তাঁর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে বিয়ানীবাজার প্রেসক্লাব। জাতীয় শোক দিবস উপলক্ষে মঙ্গলবার দুপুরে পৌরশহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেয়ার পাশাপাশি প্রেসক্লাব কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।
পুষ্পস্তবক অর্পণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক শিক্ষামন্ত্রী ও স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের সংসদীয় কমিটির সভাপতি নুরুল ইসলাম নাহিদ এমপি, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান খান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিলাদ মো: জয়নুল ইসলাম, কোষাধ্যক্ষ মুকিত মোহাম্মদ, সদস্য আবুল হাসান, জসীম উদ্দিন, সামিয়ান হাসান, এম এ ওমর, বেলাল আহমদ ও রুহেল আহমদ প্রমুখ।
এ সময় সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি উপস্থিত সাংবাদিকদের বলেন, বঙ্গবন্ধু বাঙালি জাতির মুক্তির হাল ধরেন শক্ত হাতে। বঙ্গবন্ধুকে একই জেলে বেশিদিন আটকে রাখতেও ভয় পেত শাসকগোষ্ঠী। তিনি যে কতটা নির্ভয় ও নির্লোভ ছিলেন তা একটি ঘটনা থেকেই স্পষ্ট হয়।
জাতীয় কমিটির সদস্য নাহিদ এমপি বলেন, বাঙালি জাতির নেতা হিসাবে বঙ্গবন্ধু কখনই দ্বিধান্বিত ছিলেন না। ছাত্রনেতা থাকাকালীনই বঙ্গবন্ধু পাক জান্তার বিশেষ নজরদারিতে ছিলেন। পরবর্তীকালে জাতীয়তাবাদী আন্দোলন চূড়ান্ত রূপ লাভ করতে থাকলে বঙ্গবন্ধুর অংশগ্রহণে তা যেন প্রাণ পায়। সমসাময়িক কোনো ছাত্রনেতাকে পাকিস্তান ইনটেলিজেন্স এতটা গুরুত্ব দেয়নি। বিশেষ করে ছয় দফা উত্থাপনের পর শেখ মুজিব বাংলার মানুষের কাছে মুক্তিদাতা রূপে আবির্ভূত হন।
বিয়ানীবাজার প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দেয়ার পাশাপাশি নুরুল ইসলাম নাহিদ এমপি জাতীয় শোক দিবস উপলক্ষে বিয়ানীবাজার উপজেলা প্রশাসন ও স্থানীয় আওয়ামীলীগ আয়োজিত পৃথক আলোচনা সভায় উপস্থিত হয়ে এসব কথা বলেন। তিনি পৃথকভাবে উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ ও বিয়ানীবাজার প্রেসক্লাব নেতৃবৃন্দকে সাথে নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।