প্রবাসী জহির উদ্দিনের পক্ষে ত্রাণসামগ্রী ও নগদ অর্থ বিতরণ

আমিনুল হক আমিনুল হক

বায়ান্ন টিভি

প্রকাশিত: ৬:৩৩ অপরাহ্ণ, মে ২২, ২০২০ 541 views
শেয়ার করুন
মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নে মরহুম হাজী শেখ আরব উল্যাহ মরিয়ম বেগম কল্যান ট্রাষ্টের প্রতিষ্টাতা ও দুবাইয়ে বাঙ্গালি কমিউনিটির বিশিষ্ট ব্যবসায়ী, বিশিষ্ট সমাজসেবক দুবাই প্রবাসী শেখ মোহাম্মদ জহির উদ্দিনের পক্ষ থেকে ২০০ শত পরিবারকে ত্রাণসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
 
বৃহস্পতিবার (২১ মে) বিকাল ৩ ঘটিকার সময় স্থানীয় রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ত্রাণসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়।
 
আব্দুন নুর-নূরজাহান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের সভাপতি বিশিষ্ট শালিশ বিচারক আব্দুন নুর মাষ্টারের সভাপতিত্বে ও ছাত্রনেতা হাবিবুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি, সাবেক চীফ হুইপ ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ এমপি।
 
বিশেষ অতিথি ছিলেন ২নং পতনউষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব ইঞ্জিনিয়ার তওফিক আহমদ বাবু, কমলগঞ্জ থানার তদন্ত অফিসার সুবিধ চন্দ্র দেবনাথ, ৪নং ওয়ার্ডের ইউ.পি সদস্য সায়েক আহমদ, নয়াবাজার ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক আছকর মিয়া, বিশিষ্ট সমাজকর্মী মিজানুর রহমান সহ স্থানীয় আওয়ামীলীগ,যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।
 
এসময় প্রবাসী জহির উদ্দিন মুটোফোনে জানান, বিশ্বে মহামারী আকার ধারণ করা করোনা ভাইরাসের কারণে সবাই আজ মানবেতর জীবন যাপন করছেন। এমতাবস্থায় আমার গ্রামের অসহায় ২০০ পরিবারের পাশে দাড়ানোর চেষ্টা করেছি।