সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নে উন্মুক্ত বাজেট ঘোষণা

তপু ঘোষাল তপু ঘোষাল

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ৮:৫৪ অপরাহ্ণ, মে ৩০, ২০২৩ 231 views
শেয়ার করুন

ঢাকা জেলার সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের উন্নয়ন লক্ষ্য মাত্রা স্বচ্চতা ও জবাবদিহিতার মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের ২০২৩-২৪ অর্থ বছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে।

তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের আয়োজনে মঙ্গলবার (৩০ মে) দুপুরে অত্র ইউনিয়ন পরিষদ মিলনায়তনে উন্মুক্ত বাজেট সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাভার উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম ।

এতে সভাপতিত্ব করেন, সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারন সম্পাদক, তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আলম সমর।

উন্মুক্ত বাজেট সভায় ২০২৩-২৪ অর্থ বছরে আয় ধরা হয়েছে , রাজস্ব প্রাপ্তি, ১৮ লক্ষ ৮১ হাজার ৮৪০ টাকা ও উন্নয়ন আয় ৮ কোটি ৪৮ লক্ষ ৬৬ হাজার ৪০০ টাকা ।

পরিচালন ব্যয় ১ কোটি ৫৭ লক্ষ ৭৫ হাজার টাকা ।
এ বছর ২০২৩-২০২৪ সালের মোট বাজেট ঘোষণা হয় ১০কোটি ৬ লক্ষ ৪১ হাজার ৪০০ টাকা।

উক্ত বাজেটে পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, ড্রেন, যোগাযোগ, রাস্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ খাতে বিশেষ গুরুত্ব দেয়া হয়।বাজেট আলোচনায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ইউপি সদস্যসহ সাধারন জনগন উপস্থিত থেকে প্রশ্ন উত্তর পর্বে অংশগ্রহণ করেন।