সাভারে প্লাস্টিক ব্যবহার হ্রাস ও সচেতনতামূলক প্রচারণা

তপু ঘোষাল তপু ঘোষাল

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ৯:৩০ পূর্বাহ্ণ, মে ২৫, ২০২৩ 73 views
শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বর্তমানে প্লাস্টিক বর্জ্য পৃথিবীব্যাপী একটি বড় সমস্যা হয়ে দাড়িয়েছে। ঢাকা জেলার সাভারের নদী-নালা-খাল-বিলে, ড্রেনে যেখানে সেখানে প্লাস্টিক ফেলার কারণে পরিবেশের চরম ক্ষতি সাধিত হচ্ছে। বাংলাদেশ সরকার তাই প্লাস্টিক ব্যবহার হ্রাস করতে পরিবেশ রক্ষায় ৩R (রিডিউজ, রি-ইউজ, রিসাইকেল) পদ্ধতি মেনে চলার কর্মসূচি গ্রহন করেছেন। সে লক্ষে সিপ ও সেভ দা চিলড্রেন এর প্রয়াস-২ প্রকল্প হতে প্লাস্টিক হ্রাস কর্মসূচি গ্রহন করা হয়েছে। ওয়ার্ড ভিত্তিক এবং স্কুল ভিত্তিক এই কার্যক্রমটির মাধ্যমে সাধারণ জনগনকে উৎসাহিত করতে পারলে প্লাস্টিকের পুনঃব্যবহার হ্রাস হবে। এক্ষেত্রে পরিবেশ রক্ষায়ও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভুমিকা রাখা সম্ভব হবে।

এরই অংশ হিসেবে আজ ২৪ মে ২০২৩, সিপ প্রকল্প এলাকা সাভারের রাজাশনে সেভ দ্য চিলড্রেনের কারিগরি সহযোগিতায় আয়োজন করা হয় প্লাস্টিক রিডিউস ক্যাম্পেইন ও খাল পরিস্কার কর্মসূচী। উক্ত আয়োজনে সবাই শপথ করেন সাভারকে প্লাস্টিক ব্যবহারে কমিয়ে আনা হবে, সবাই প্লাস্টিক ব্যবহারে আরো সচেতন হবে। আয়োজনে উপস্থিত ছিলেন সাভার ওয়ার্ড ৮ এর সম্মানিত কাউন্সিলর সেলিম মিয়া, ওয়ার্ড ৭,৮,৯ এর সম্মানিত মহিলা কাউন্সিলর রাজিয়া সুলতানা সহ নগর সেচ্ছাসেবক দল, গ্রীন সাভারের সদস্যবৃন্দ, আঞ্চলিক সাংবাদিকদ্বয় এবং সিপের কর্মিবৃন্দ।