
ঢাকা জেলার সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ভিডব্লিউবি কার্ডের আওতায় ৯০ জন সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। বুধবার (১০ মে) সকালে তেতুলঝোড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে সর্বমোট ৪০০ টি অসহায় দুঃস্থ পরিবারের মাঝে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
ভিডব্লিউবি কার্ডের এই চাল বিতরণ করেন তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, মানবতার ফেরিওয়ালা, জনবন্ধু ফখরুল আলম সমর। এসময় চাউল নিতে আসা সকলের উদ্দেশ্যে তেঁতুলঝোড়া ইউনিয়নের চেয়ারম্যান ফখরুল আলম সমর বলেন, আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করার পর আমি সার্বক্ষণিক নানা ভাবে আপনাদের জনসেবার নিয়োজিত রয়েছি। বিগত দিনের ন্যায় আমার এই ধারাবাহিকতায় আগামী দিনেও অব্যাহত থাকবে। এ সময় তিনি আরো বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন। মহান আল্লাহ পাক যেন তাকে সুস্থ রাখেন।এ সময় উপস্থিত ছিলেন তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের সদস্য শাহ আলম এবং সচিব আবুল কালাম আজাদ।