
দ্বিতীয় লন্ডন খ্যাত সিলেট বিভাগের চারটি জেলার প্রবাসীদের নিয়ে গঠিত প্রাচীনতম সংগঠন সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ সংযুক্ত আরব আমিরাত শাখা সব সময় প্রবাসীদের কল্যানে কাজ করে যাচ্ছে। দেশের সুনাম অর্জনের পাশাপাশি দেশকে রেমিটেন্স সমৃদ্ধ করতে প্রবাসীদের বৈধপথে টাকা পাঠাতে উৎসাহ যোগাচ্ছে। প্রবাসীদের লাশ নিজস্ব অর্থায়নে দেশে প্রেরণ করছে। অসহায় ও হতদরিদ্র মানুষের আর্থিকভাবে সাহায্য করে সাবলম্বী হওয়ার সুযোগ করে দিচ্ছে।
সিলেট প্রবাসীদের অন্যতম সংগঠন সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ সংযুক্ত আরব আমিরাত শাখার ঈদ পূর্ণমিলনী ও বার্ষিক বনভোজন অনুষ্ঠানে এসব বলেন বক্তারা।
রবিবার আজমানের আরব ফার্মে আয়োজিত ঈদ পূনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি হাজী আব্দুর রব।
সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ আমিরাত শাখার সাধারণ সম্পাদক সালেহ আহমদ ও সাংগঠনিক সম্পাদক হাজী শফিকুল ইসলামের যৌথ পরিচালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কন্সুল্যেট জেনারেল দুবাইয়ের মান্যবর কন্সাল জেনারেল বি এম জামাল হোসেন। প্রধান বক্তা ছিলেন সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ কেন্দ্রীয় কমিটির কো-চেয়ারম্যান আলহাজ্ব জাওয়াদূর রহমান।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কন্সুল্যেট জেনারেল দুবাইয়ের প্রথম সচিব (শ্রম) ফকির মোহাম্মদ মনোয়ার হোসেন, বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুবাইয়ের সিনিয়র সহ সভাপতি আইয়ুব আলী বাবুল (সিআইপি) কমিউনিটি নেতা ইঞ্জিনিয়ার নওশের আলী,
সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ আমিরাত শাখার পৃষ্টপোষক আজমল আলী, প্রধান উপদেষ্টা আশিক মিয়া, বাংলাদেশ সমিতি শারজাহের সিনিয়র সহ সভাপতি ইসমাইল গনি চৌধুরী, কমিউনিটি নেতা জাকির হোসেন চুট্টু সিআইপি, ইঞ্জিনিয়ার সালাউদ্দিন, হাজী শরাফত আলী, আবদুল লতিফ, শাহাদাত হোসেন, ইয়াকুব সৈনিক, শাহজাহান মিয়াজী, সিলেট বিভাগ প্রবাসী কল্যান পরিষদের সভাপতি কদ্দুছ খাঁ মজনু, কমিউনিটি নেতা আবুল কাশেম, সোহরাব হোসেন, সেলিম বেপারী, হারুনূর রশীদ প্রমুখ।
সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ শাখার আরও উপস্থিত ছিলেন কার্যকরী সভাপতি গীতিকবি আজাদ লালন, সহ-সভাপতি হাবিবুর রহমান চুনু, শেখ মুহিবুর রহমান, নজরুল ইসলাম, কাছা উদ্দিন কাছা, সিরাজুল ইসলাম নওয়াব, রহমত আলী সুয়েব, হেলাল আহমেদ, আবদুল মতিন, উপদেষ্টা শেখ লুৎফর রহমান, হিরা মিয়া, সালা উদ্দীন মধু, অর্থ সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম প্রমুখ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন যুগ্ম-সাধারণ সম্পাদক আবদুল আউয়াল, রুজেল তরফদার, মোহাম্মদ শাহজাহান আহমেদ, এস এম শাহজাহান, সাংগঠনিক সম্পাদক মর্তুজা আলী, সহ-অর্থ সম্পাদক মোহাম্মদ ইমরান হোসেন, প্রচার সম্পাদক এম রাসেল আহমেদ, সহ-প্রচার সম্পাদক এম আলী আসকর, ধর্ম বিষয়ক সম্পাদক মৌলানা শাহাব উদ্দিন, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ নোমান আহমেদ হানিফ ও খলিলুর রহমান প্রমুখ।
আয়োজিত অনুষ্ঠানটি দুটি পর্বে ভাগ করা হয়েছিল। প্রথম পর্বে ঈদ পূর্ণমিলনী ও দ্বিতীয় পর্বে বনভোজন ও খেলাধুলার মাধ্যমে সাজানো হয়।
খেলা ধুলার মধ্যে মেয়ে ও মহিলাদের পিলো পাসিং, ছেলেদের দৌড়, হাড়ি ভাংগা ইত্যাদি।
উক্ত অনুষ্ঠানে সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সহ সহস্রাধিক লোকের উপস্থিতিতে এক খন্ড মিনি বাংলাদেশ তৈরি হয়েছিল।