শিক্ষাবিদ আব্দুল মতিনকে সিলেট বিভাগের সংবর্ধনা

লুৎফুর রহমান লুৎফুর রহমান

সম্পাদক ও সিইও, বায়ান্ন টিভি

প্রকাশিত: ৫:৪২ অপরাহ্ণ, মে ৮, ২০২৩ 272 views
শেয়ার করুন

শিক্ষাই জাতির মেরুদন্ড। দেশে শিক্ষিত মানুষের সংখ্যা যত বাড়বে আমাদের দেশ তত উন্নত হবে। একটি শিক্ষিত জাতি গড়তে সব থেকে বেশী পরিশ্রম করেন শিক্ষক। শিক্ষকদের দিক নির্দেশনায় ছাত্রছাত্রীরা মানুষের মত মানুষ হয়ে গড়ে উঠে। আমরা এমন একজন শিক্ষক তথা শিক্ষাবিদকে আজকে সংবর্ধনা দিয়ে সম্মানিত করছি।

সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ ইউএই কেন্দ্রীয় কমিটি আয়োজিত বাংলাদেশ থেকে আগত গাছবাড়ি আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ শিক্ষাবিদ আব্দুল মতিন এর ইউএই আগমন উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানে এসব বলেন বক্তারা।

রবিবার বাংলাদেশ সমিতি শারজাহের হলরুমে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ ইউএই কেন্দ্রীয় কমিটির সভাপতি হাজী আব্দুল করিম।

সংগঠনের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ ও যুগ্ন সাধারণ সম্পাদক সালেহ আহমদ তালুকদারের যৌথ পরিচালনায় প্রধান অথিতি ছিলেন সংবর্ধিত অতিথি আব্দুল মতিন। প্রধান বক্তা ছিলেন সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ ইউএই কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা বদরুল ইসলাম চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ ইউএই কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা হারুনুর রশিদ হারুন, উপদেষ্টা আব্দুল লতিফ, মোস্তাফিজুর রহমান চৌধুরী, উপদেষ্টা মোছাব্বির আলী বাদশা, সিনিয়র সহ সভাপতি আব্দুল মান্নান।

উপস্থিত ছিলেন সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ ইউএই কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি জিএম জায়গীরদার, নিজাম উদ্দিন, চুনু মিয়া, অর্থ সম্পাদক সুলতান আহমদ, যুগ্ন সাধারণ সম্পাদক এম শহিদুল হক সোহেল, সহ অর্থ সম্পাদক জুবের আহমদ, আব্দুর রউফ সোহেল, আব্দুল মুকিত, জিতু আহমেদ, তৌফিক মিয়া, সাজ্জাদ হোসাইন লিমন প্রমুখ।

অনুষ্ঠানে মেহমান হিসেবে উপস্থিত ছিলেন এখলাছ উদ্দিন, নূর আহমদ, সেলিম আহমদ, আব্দুল মান্নান বেলন, এনামুল হক এনাম, আবুল হাসনাত, মতিউর রহমান, এবাদুর রহমান, আতিকুর রহমান, কবির আহমদ, রফিক আহমদ, জামাল উদ্দিন, শিব্বির আহমদ, হুমায়ূন রশিদ সোহেল, আব্দুল মালিক, মুজিবুর রহমান, আছিম আহমদ প্রমুখ।

সংবর্ধিত অতিথিকে ফুল ও ক্রেষ্ট দিয়ে সমাননা জানানো হয়।