চাঁদাবাজিতে বাঁধা দেয়ায় তামাবিল স্হল বন্দরের বিশিষ্ট ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার।

নিউজ ডেস্ক নিউজ ডেস্ক

বায়ান্ন টিভি

প্রকাশিত: ৮:৪৫ অপরাহ্ণ, মার্চ ৭, ২০২৩ 682 views
শেয়ার করুন

তামাবিল স্থল বন্দরে ভারতীয় গাড়ী হতে পাথর চাঁদাবাজি করতে না পেরে বিশিষ্ট ব্যবসায়ি ও সিআইপি সদস্যের বিরুদ্ধে গণমাধ্যম সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার ৷ সাধারণ ব্যবসায়িদের নিন্দা ও প্রতিবাদ ৷

 

 

সিলেটের তামাবিল স্থল বন্দরে কয়লা পাথর আমদানি কারকদের বড় সংগঠন ”তামাবিল পাথর, চুনাপাথর ও কয়লা আমদানি কারক গ্রুপ” রয়েছে। সংগঠনের নিয়ম মোতাবেক তামাবিল স্থল বন্দর দিয়ে ব্যবসা বানিজ্য পরিচালনা হচ্ছে। সোমবার (৬ মার্চ) সংগঠনের জরুরী বৈঠক ছিল। সংগঠনের সভাপতি এম লিয়াকত আলী উপস্থিত না থাকায় সহ সভাপতি মনিরুজ্জামান মিন্টু মিয়ার নেতৃত্বে কার্যকরি কমিটির বৈঠক অনুষ্টিত হয়। বৈঠকে কার্যকারি কমিটির সকলের ঐক্যমতের ভিত্তিত্বে পরবর্তী সভায় সভাপতির উপস্থিতিতে সামগ্রিক বিষয় চুড়ান্ত হবে মর্মে সিদ্ধান্ত নেওয়া হয় ৷

অপরদিকে সংগঠনের বৈঠক চলাবস্থায় পূর্ব পরিকল্পিত ভাবে সংঘঠনের সদস্য আব্দুল করিম রাসেল এর নেতৃত্বে বহিরাগত কিছু ব্যক্তিদের নিয়ে ভারতীয় গাড়ী হতে পাথর চাঁদাবাজী শুরু করেন। চাঁদাবাজির খরব পেয়ে সহ-সভাপতি মনিরুজ্জামান মিন্টু, সহ-সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ও সিআইপি সদস্য মো. জালাল উদ্দিন সহ অন্যান্য ব্যবসায়ীরা ভারতীয় গাড়ী হতে পাথর উত্তোলন না করার নিষেধ করা হয় এবং পাথর উত্তোলন বন্দ রাখা হয়৷ এর বাহিরে তামাবিল স্থল বন্দরে কোন প্রকার ঘটনা ঘটেনি।

এদিকে চাঁদা বাজিতে বাঁধা দেওয়াকে কেন্দ্র করে বিশিষ্ট ব্যবসায়ী সিআইপি সদস্য মো. জালাল উদ্দিনের সম্মানহানি করতে অপপ্রচারে লিপ্ত হয়ে উঠে। চাঁদাবাজিতে বাঁধা দেওয়ার কারনে গনমাধ্যম সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে অপ্রপ্রচার চালাচ্ছে। আমরা সাধারণ ব্যবসায়ীরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি।