
শান্তিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী পাগলা বাজারে ‘পাগলা বাজার ব্যবসায়ী সমবায় সমিতি’ গঠন করার লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল ৪টায় বাজারের গলিতে জামান কমপ্লেক্সের দ্বিতীয় তলায় (ছাদের উপর) বাজারের সকল ব্যবসায়ী, দোকান ঘরের মালিক ও ইউনিয়নের সকল রাজনৈতিক নেতৃবৃন্দের মাঝে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় বাজারের ভোটার তালিকা যাচাই-বাছাইসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জগলুল হায়দারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- শান্তিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ, সাবেক চেয়ারম্যান ও সুনামগঞ্জ সদর আওয়ামীলীগের সভাপতি হাজি আবুল কালাম, সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি আনছার উদ্দিন, পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রেজাউল আলম নিক্কু ও আওয়ামীলীগ নেতা তেরাব আলী।

এ সময় প্রবীণ মুরব্বি রজব আলী, ব্যবসায়ী ও সাবেক মেম্বার হাবিবুর রহমান হাবিব, আবদুল আওয়াল, ব্যবসায়ী ময়না মিয়া, গিটার শিল্পী মো. আকমল হোসেন, ব্যবসায়ী শাহ আলম, দেলোয়ার হোসেন, বাদশা মিয়া, ফারুক মিয়া, আলী আহমদ, প্রহল্লাদ দেবনাথ, গোলাম মোস্তফা, মিজানুর রহমান মিজান, মুরাদ আহমদ, কামরুল ইসলাম, বদরুল আলম টিপু, মাহমুদুল ইসলাম লালন, জহিরুল ইসলাম, আজাদুল হক আজাদ, ওয়াতিবুর রহমান, ননী গোপাল দাশ, আবদুল কাইয়ুম, ছৈয়দুল ইসলাম, কামাল পারভেজ সাজন, কেশব দেব, জফর ইসলামসহ বাজারের সকল ব্যবসায়ীবৃন্দ ও দোকান ঘরের মালিকেরা উপস্থিত ছিলেন।
এছাড়াও বাজার ব্যবসায়ী সমিতি গঠনে সমন্বয়কারী মো. শাহ আলম, মনসুর উদ্দিন, রঞ্জিত সূত্রধর, জামিউল ইসলাম তুরান, মাস্টার শাফিকুল ইসলাম, মো. কিবরিয়া, আজাদ হোসেন, আসিফ ইকবাল ফয়সল, ইয়াকুব শাহরিয়ার, নাহিদ আহমদ, নোহান আরেফিন নেওয়াজও উপস্থিত ছিলেন।