
জাতীয় সংসদ থেকে বিএনপির সাত সদস্যের পদত্যাগের ঘোষণার বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, জাতীয় সংসদে আওয়ামী লীগের বিশাল সংখ্যাগরিষ্ঠতা আছে। বিএনপির সাতজন চলে গেলে সংসদ অচল হয়ে পড়বে, এটা ভাবার কোনো কারণ নেই।
বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগের সিদ্ধান্তকে ‘ভুল’ আখ্যায়িত করে ওবায়দুল কাদের বলেছেন, এর জন্য দলটিকে অনুতাপ করতে হবে।
আজ শনিবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশে সাভারের রেডিও কলোনি স্কুল অ্যান্ড কলেজের মাঠে আওয়ামী লীগের জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ওবায়দুল কাদের। বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র ও মিথ্যাচারের প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করেছে স্থানীয় আওয়ামী লীগ।
বিএনপি আন্দোলনের নামে নয়াপল্টনে পিকনিক পার্টি করতে চেয়েছিল জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির পল্টনের কার্যালয়ে ৬০ বস্তা চাল পাওয়া গেছে। আরও অনেক সরঞ্জাম ছিল। আসলে তারা পিকনিক পার্টি করতে চেয়েছিল। বিভিন্ন জেলার সমাবেশেও একই কাজ করেছে তারা। কোথা থেকে আসে টাকা? কোন ব্যবসায়ী, কোন শিল্পপতি কত টাকা দিয়েছে, সে খবর আমরা জানি। কারা টাকা দিয়ে পিকনিক পার্টি করাচ্ছে বিএনপিকে দিয়ে তাও আমরা জানি। সময়মতো সব প্রকাশ করা হবে।
সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা দৌলার সভাপতিত্বে জনসভায় কেন্দ্রীয় নেতারা বক্তৃতা দেন। জনসভায় আরও উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম প্রমুখ।