মিথ্যা মামলা ও সংবাদ সম্মেলনের প্রতিবাদে চেয়ারম্যানের পাল্টা সংবাদ সম্মেলন
মাহবুবুল আলম চৌধুরী ( জয়নুল) মাহবুবুল আলম চৌধুরী ( জয়নুল)
ভ্রাম্যমান প্রতিবেদক

গোপালগঞ্জে বেটা নাজুর মিথ্যা সংবাদ সম্মেলন ও ভিত্তিহীন মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন করপাড়া ইউনিয়নের চেয়ারম্যান সোনা মিয়া।
শুক্রবার (১৯ আগষ্ট) দুপুরে সদর হাসপাতাল সংলগ্ন গোপালগঞ্জ প্রেস ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন চেয়ারম্যান সোনা মিয়া।
হাবিবুর রহমান (সোনা মিয়া) নামের ওই চেয়ারম্যান গোপালগঞ্জ সদর উপজেলার ১৪ নং করপাড়া ইউনিয়নে বিপুল ভোটে নির্বাচিত চেয়ারম্যান।
গত ৫ জানুয়ারি ২০২২-এ ব্যাপক জনপ্রিয়তার মধ্য দিয়ে ৯জন চেয়ারম্যান পদপ্রার্থী কে পরাজিত করে বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করে ছিলেন এই হাবিবুর রহমান সোনা মিয়া। ইতিমধ্যে তার ইউনিয়ন পরিষদের উন্নয়ন কর্মকান্ড সাধারণ জনগণের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
চেয়ারম্যান হাবিবুর রহমান সংবাদ সম্মেলন বলেন, আমি এলাকার সাধারণ মানুষের উন্নয়নের জন্য বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড সহ শান্তি শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়েছি। এসকল কার্যক্রমে ঈর্ষান্বিত হয়ে এলাকার একটি কুচক্রি মহল ও আমার বিরোধীরা নাজু নামের এক মহিলা ওরফে বেটা নাজু কে দিয়ে গত ১৬ আগষ্ট ২০২২ তারিখে গোপালগঞ্জ বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মনগড়া, ভিত্তিহীন ও বানোয়াট মামলা দিয়েছে। এছাড়াও আজ শুক্রবার (১৯ আগষ্ট) সকালে নাজুর নিজ বাড়িতে একটি সংবাদ সম্মেলনে করিয়েছে।
সংবাদ সম্মেলনে আমার বিরুদ্ধে যে অভিযোগগুলো করা হয়েছে তার কোনটির সঙ্গেই আমার কোন যোগসূত্র বা সংশ্লিষ্টতা নেই। আমি উক্ত সংবাদ সম্মেলনে নাজু কর্তৃক আমার বিপক্ষে করা অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
চেয়ারম্যান আরো বলেন, নাজু ওরফে (বেটা নাজু) এলাকায় চিহ্নিত একজন সুদকারবারি, জুয়ারি ও অনৈতিক চরিত্রের অধিকারী। ইতিপূর্বে এলাকার অনেক নিরিহ ও সম্মানিন মানুষকে মিথ্যা ও ভিত্তিহীন মামলা- হামলা দিয়ে হয়রানি করা সহ জরিমানা আদায় করেছে।