সিলেটে আইন সহায়তা কেন্দ্র আসক’র মামলায় গোলাপগঞ্জে ৬ বছরের শিশু ধর্ষক গ্রেফতার

মাহবুব জয়নুল মাহবুব জয়নুল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৭:৩০ অপরাহ্ণ, আগস্ট ১১, ২০২২ 536 views
শেয়ার করুন

আইন সহায়তা কেন্দ্র (আসক)’র  সিলেট বিভাগীয় সভাপতি রকিব আল-মাহমুদ এর দায়ের করা মামলায় ৬ বছরের শিশু ধর্ষক ৫৫ বছরের ভুলু মিয়াকে গ্রেফতার করেছে সিলেটের গোলাপগঞ্জ থানা পুলিশ।

 

বৃহস্পতিবার (১১ আগস্ট) ভুলু মিয়া (৫৫)কে গোলাপগঞ্জ উপজেলার বারকোট গ্রামের তাহার বোনের বাড়ি হইতে গ্রেফতার করেছে পুলিশ।

 

সিলেটের গোলাপগঞ্জ মডেল থানার ওসি মো: রফিকুল ইসলাম তাহার দিকনির্দেশনায় গোলাপগঞ্জ থানার এস আই আশীষ চন্দ্র তালুকদার, এস আই বিকাশ সরকার ও এএস আই মো: হেলাল উদ্দিনের নেতৃত্বে একটি চৌকস দল লক্ষণাবন্দ ইউনিয়নের মাঝপাড়া গ্রামের মৃত জোবেদ আলীর পুত্র ধর্ষক ভুলু মিয়াকে বারকোট গ্রামের তাহার বোনের বাড়ি হইতে গ্রেফতার করেন।

 

জানা গেছে, উক্ত ধর্ষক গত ১৪ মে তাহার মুদি দোকানে তাহার নাতীকে (নাম অপ্রকাশিত) খাবারের লোভ দেখিয়ে ধর্ষণ করে। পরে সে এবং তাহার পরিবারের লোকজন উক্ত বিষয়টি আপোষ-মীমাংসা করে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। বিষয়টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা , আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশনের নজরে আসলে এর সভাপতি বাদী হয়ে এজাহার দায়ের করলে গোলাপগঞ্জ থানায় (নং-২১/১০৮), তারিখ- ৩০-০৫-২২ইং রুজু হয়।

 

মামলা রুজুর পরে অন্যান্য আসামীরা উচ্চ আদালত হইতে জামিন লাভ করলেও উক্ত আসামী ভুলু মিয়া পলাতক ছিলো। তাহাকে যথাযথ নিয়ম মেনে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইয়াছে।