বিয়ানীবাজার মানবসেবা সংস্থার পক্ষ থেকে পৌর শহরে ড্রিবাইডার সংস্কার ও বৃক্ষ রোপণ অভিযান
মাহবুব জয়নুল মাহবুব জয়নুল
নিজস্ব প্রতিবেদক
বিয়ানীবাজার উপজেলার সচেতন যুব সমাজকে নিয়ে মানবসেবা ও সমাজ উন্নয়নমুলক কর্মকান্ডের যাত্রা শুরু করে। এটি একটি অরাজনৈতিক, অসাম্প্রদায়িক,সামাজিক ও সাংস্কৃতিক সংগঠণ বিয়ানীবাজার মানবসেবা সংস্থা।

আজ শুক্রবার ২৯ জুলাই ২০২২ ইং, বাদ জুম্মা সংগঠন এর প্রধান উপদেষ্টা বিয়ানীবাজার পৌরসভার সম্মানিত মেয়র, জনাব জি এস ফারুকুল হকের উপস্থিতিতে ও সংগঠন এর সভাপতি – কাউন্সিলর, এনাম হোসেনের নেতৃত্বে বিয়ানীবাজার পৌর শহরের ড্রিবাইডারের সংস্কার কাজ ও বৃক্ষ রোপণ কমর্সূচি অনুষ্টিত হয়।



