সিলেটের বন্যাদূর্গতদের পাশে দাড়িয়েছে গ্লোব সিকিউরিটিজ লিমিটেড

প্রকাশিত: ৯:০৯ অপরাহ্ণ, জুন ২২, ২০২২ 371 views
শেয়ার করুন
ঢাকা স্টক এক্সচেজ লিমিটেডের আওতাধীন গ্লোব সিকিউরিটিজ লিমিটেড সিলেটের বন্যাদূর্গত মানুষের পাশে এসে দাড়িয়েছে ত্রাণ সহায়তা নিয়ে। গতকাল ২২ জুন বুধবার বন্যাদূর্গত সিলেট শহর, বিয়ানীবাজার উপজেলা ও বিশ্বনাথ উপজেলার দূর্গত দরিদ্র মানুষদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানটির স্থানীয় ব্রাঞ্চ অফিস গুলোর মাধ্যমে মোট ৭শত প্যাকেট ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

গ্লোব সিকিউরিটিজ লিমিটেডের ত্রাণ বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে গতকাল বিকেলে বিয়ানীবাজার পৌরসভার কসবা সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে ঠাই নেয়া দূর্গত মানুষদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক নূর ও বিয়ানীবাজার পৌরসভার নবনির্বাচিত মেয়র মোঃ ফারুকুল হক। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন আলম হৃদয়, বিয়ানীবাজার পৌরসভার ১নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর এমাদ আহমদ, গ্লোব সিকিউরিটিজ লিমিটেড বিয়ানীবাজার শাখার ব্রাঞ্চ ইনচার্জ মোঃ রুহুল আমিন, সমাজসেবি নোমান আহমদ প্রমুখ। উলে­খ্য, প্রথিষ্ঠানটির পক্ষ থেকে বিয়ানীবাজার উপজেলার বন্যাদূর্গতদের মাঝে ২২০ প্যাকেট ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়ছে।