সিলেটের জৈন্তাপুরে টিলাধসে ঘুমন্ত একই পরিবারের ৪ জনের মৃত্যু

মাহবুব জয়নুল মাহবুব জয়নুল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১:১৬ অপরাহ্ণ, জুন ৬, ২০২২ 275 views
শেয়ার করুন

সিলেটের জৈন্তাপুরে টিলাধসে শিশুসহ একই পরিবারের ৪ জনের মৃত্যু হয়েছে। সোমবার (০৬ জুন) ভোরে উপজেলার ০৬ নং চিকনাগুল ইউনিয়নের, সাতজনি গ্রামে এ ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন- সাতজনি গ্রামের বাসিন্দা আব্দুল করিমের ছেলে জাবেদ আহমদ (৩৫) তার স্ত্রী সুমী বেগম (৩০), জাবেদ আহমদের ভাই জুবের আহমদের মেয়ে সাফি আহমদ (৫) এবং মাওলানা রফিক আহমদের স্ত্রী শামীমারা বেগম (৪৮)।

 

 

স্থানীয়রা জানান, নিহতদের টিনশেড ঘর সাতজনি গ্রামে টিলার নীচে ছিল। রাতভর বৃষ্টি হয়েছে। ফলে ভোর রাতে টিলাধসে ঘরের উপর পড়ে যায়। এতে ঘুমের ঘরে ৪ জনের মৃত্যু হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা নিহতদের মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় পরিবারের আরো কয়েক সদস্য আহত হয়েছেন। তাদের উদ্ধার করে সিলেটের এম.এ.জি – ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

 

জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগির আহমদ ৪ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ভারি বর্ষণের কারণে ভোররাতে টিলাধসে ঘরের উপর পড়ে। এসময় ঘুমন্ত অবস্থায় শিশুসহ এই চারজনের মৃত্যু হয়। নিহতরা একই পরিবারের সদস্য।

 

এদিকে, টিলা ধসে একই পরিবারের ৪ জন নিহতের ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া । নিহতের স্বজনদের আহাজারিতে বাতাস ভারি হয়ে উঠছে। ঘটনাটি জানতে পেরে দূর দূরান্ত থেকে লোকজন ঘটনাস্থলে গিয়ে ভীড় করতে দেখা গেছে। তবে অভিযোগহীন ঘটনার কারণে বিনা ময়না তদন্তে মরদেহ ৪টি দাফন করার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।