খোরফাক্কানে প্রতিদিন ২০০ মানুষকে ইফতার করান বাংলাদেশি জহির

লুৎফুর রহমান লুৎফুর রহমান

সম্পাদক ও সিইও, বায়ান্ন টিভি

প্রকাশিত: ৪:০২ অপরাহ্ণ, এপ্রিল ২৭, ২০২২ 459 views
শেয়ার করুন

প্রবাসের নানা জায়গায় বিচ্ছিন্নভাবে যারা প্রবাসিদের পাশে নীরবে দাঁড়ান তাদের কারণেই দেশ টিকে আছে। এমন এক মহাপ্রাণ শেখ হজির উদ্দিন। তিনি খোরফাক্কানের প্রায় ২ শত প্রবাসিকে প্রতিদিন ইফতার বিতরণ করেন। মৌলভীবাজারের কমলগঞ্জের কৃতিসন্তান শেখ জহির উদ্দিন হাজী শেখ আরব উল্লাহ ও মরিয়ম বেগম কল্যান ট্রাস্ট এর প্রতিষ্টাতা চেয়ারম্যান ও আল রাবি পাবলিক কিচেন এর স্বত্বাধিকারী।

মরহুম হাজী শেখ আরব উল্লাহ ও মরিয়ম বেগম কল্যান ট্রাস্ট এর পক্ষ থেকে সংযুক্ত আরব আমিরাত দুবাই প্রবাসিদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল খোরফাক্কানে আয়োজিত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন হাজী শেখ আরব উল্লাহ ও মরিয়ম বেগম কল্যান ট্রাস্টের চেয়ারম্যান ও আল রাবি পাবলিক কিচেনের স্বত্বাধিকারী মেখ জহির উদ্দিন।

কমলগঞ্জ প্রবাসী কল্যাণ সমিতি সংযুক্ত আরব আমিরাতের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন বায়ান্ন টিভির পরিচালক ও দুবাই আওয়ামী রীগের সভাপতি হাজী শফিকুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ সমিতি ফুজাইরাহের সভাপতি বাবু তপন সরকার। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সমিতি ফুজাইরাহের সিনিয়র সহ সভাপতি সাইফুর রহমান, কমল্গঞ্জ প্রবাসী কল্যাণ সমিতির পৃষ্টপোষক আব্দুল হক চৌধুরী শায়েস্তা, শারজাহ আওয়ামী লীগের সভাপতি আব্দুল আওয়াল, কমলগঞ্জ প্রবাসি কল্যান সমিতির প্রধান উপদেষ্টা লুৎফুর রহমান চৌধুরী, সমশের নগর ওয়েল ফেয়ার ট্রাস্ট সভাপতি শাহিন আল রাজি সহ আরো অনেকে।

এসময় আরও বক্তব্য রাখেন মুমিন মিয়া,আব্দুল করিম,দরবেশ আলী,এনামুল হক শিশু।
কমিনিটি নেতাদের সাথে সাথে শেখ আরব উল্লাহ ও মরিয়ম বেগম কল্যান ট্রাস্টের পক্ষ হইতে সংযুক্ত আরব আমিরাত দুবাই প্রবাসী শ্রমিক দের কে ইফতার সামগ্রী বিতন করা হয়। উল্লেখ্য ট্রাস্টের পক্ষ হইতে প্রতিদিন শ্রমিকদের কে ইফতার বিতরন করা হয়ে থাকে।
এই ট্রাস্টের পক্ষে ট্রাস্টের চেয়ারম্যান শেখ জহির উদ্দিন দেশেও গরীব অসহায় মানুষদের কল্যাণে কাজ করে থাকেন।