সেন্টার ফর এনআরবির কার্যালয় পরিদর্শনে ক্রয়ডনের মেয়র শেরোয়ান চৌধুরী

নিউজ ডেস্ক নিউজ ডেস্ক

বায়ান্ন টিভি

প্রকাশিত: ৮:১৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২২ 603 views
শেয়ার করুন

বাংলাদেশ সফররত লন্ডন বারা অব ক্রয়ডন কাউন্সিল এর মেয়র কাউন্সিলার শেরওয়ান হোসেন চৌধুরী ৬ ফেব্রুয়ারী রোববার সেন্টার ফর এনআরবি অফিস পরিদর্শন করেন।পরিদশর্ন কালে চেয়ারপাসর্ন সেকিল চৌধুরী মেয়রকে সেন্টার এর বিভিন্ন কাযর্ক্রমের বিষয়ে অবহিত করেন। মেয়র তার বক্তব্যে সেন্টারের কাজের প্রশংসা করে বলেন লন্ডন সিলেট ফ্লাইটের ফেয়ার তুলনা মুলক বেশী, তিনি এ বিষয়ে এনআরবি’র দৃষ্টি আকর্ষন করেন। বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মেয়রের কনসর্ট ও টাওয়ার হ্যামলেটস কেয়ারার এসোসিয়েশনের সভাপতি আবুল হোসেন, বার্মিংহামের ব্যবসায়ী আব্দুল হালিম, এবিএম মোশতাক ও তাহেরুল ইসলাম।