সিলেট বিভাগে করোনায় আক্রান্ত ৩৭৭ জন

আমিনুল হক আমিনুল হক

বায়ান্ন টিভি

প্রকাশিত: ২:১৯ অপরাহ্ণ, মে ১৭, ২০২০ 624 views
শেয়ার করুন
লন্ডন খ্যাত সিলেট বিভাগে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা এখন পর্যন্ত ৩৭৭ জন। এদিকে থেকে সিলেট বিভাগে শীর্ষে রয়েছে সিলেট জেলা, আক্রান্তের সংখ্যা ১৩৪ জন। তারপরেই রয়েছে হবিগঞ্জ জেলা, করোনা আক্রান্তের সংখ্যা ১১৮ জন।
 
শুরুর দিকে হবিগঞ্জ জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেশী ছিল। কিন্তু গতকাল শনিবার সিলেট জেলায় নতুন করে আরো ১৮ জন আক্রান্ত হলে আগের হিসাব পাল্টে বিভাগের মধ্যে সিলেট জেলায় করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছে যায় ১৩৪ জনে। এরমধ্যে সিলেটের গোলাপগঞ্জের একই পরিবারের ১৩ সদস্য করোনা আক্রান্ত হয়েছেন। তাদের আইসোলেট করার পাশাপাশি লকডাউন করা হয়েছে।
 
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, এ পর্যন্ত সিলেট বিভাগে ৩৭৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে সিলেটে প্রথম করোনা আক্রান্ত ডা. মঈন উদ্দিনসহ ছয়জন মারা গেছেন। সুস্থ হয়ে ফিরেছেন ৬৯ জন। বিভাগের মধ্যে আক্রান্ত সিলেট জেলায় ১৩৪ জন, সুনামগঞ্জে ৬৮, হবিগঞ্জে ১১৮, মৌলভীবাজারে ৫৭ জন।