বিয়ানীবাজারে করোনা দূর্গতদের পাশে ভাইস চেয়ারম্যান জামাল হোসেন ।। দুই হাজার মানুষ খাদ্য সামগ্রী পাচ্ছে

প্রকাশিত: ২:০৩ অপরাহ্ণ, মে ১৭, ২০২০ 615 views
শেয়ার করুন

বিয়ানীবাজারে করোনা ভাইরাসের প্রার্দুভাবে কর্মহীন হয়ে পড়া দূর্গত মানুষের জন্য উপহার হিসেবে খাদ্য সামগ্রী নিয়ে নিরন্তর ছুটে চলছেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক মোহাম্মদ জামাল হোসেন।

বিয়ানীবাজার উপজেলাব্যাপী খাদ্য সামগ্রী বিতরণের ধারাবাহিক অংশ হিসেবে ১৬ মে (শনিবার) দুপুরে উপজেলার মাথিউরা ইউনিয়ন পরিষদ প্রঙ্গণে স্থানীয়দের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন।

ইতিমধ্যে আলীনগর, চারখাই, দুবাগ, শেওলা, কুড়ারবাজার ও মুড়িয়া ইউনিয়নের দূর্গত মানুষের মাঝে খাদ্যসামগ্রী উপহার বিতরণ করেছেন।

জানা গেছে, প্রত্যেক ইউনিয়নে জনসংখ্যার ভিত্তিতে কমপক্ষে ১শ’ ৫০ জন করে খাদ্যসামগ্রী উপহার পাচ্ছেন। গোটা উপজেলায় প্রায় দুই হাজার লোক এ উপহার পাচ্ছে। এ কাজে প্রবাসে বসবাসরত ছাত্রলীগের সাবেক নেতারা অর্থ দিয়ে অগ্রণী ভূমিকা রাখছেন।

বিয়ানীবাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান খান এর সভাপতিত্বে ও ইউনিয়ন ছাত্রলীগ নেতা সাইফ উদ্দিন হীরার পরিচালনায় খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মোহাম্মদ জামাল হোসেন।

বিশেষ অতিথি ছিলেন মাথিউরা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সুরমান আলী, সাবেক প্রচার সম্পাদক জহুর উদ্দিন, আওয়ামী লীগ নেতা ময়নুল ইসলাম, ইউপি সদস্য হাছনু আহমদ, জাহেদ আহমদ, ফখর উদ্দিন, আলিম উদ্দিন লোদী, মস্তাক আহমদসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ।

এদিকে ঐদিন বেলা ২টায় উপজেলার তিলপাড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে উপকারভোগীদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

তিলপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান মাহবুবের সভাপতিত্বে ও আওয়ামী লীগ নেতা আলী হোসেন নয়ন এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জামাল হোসেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিলপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জয়নাল উদ্দিন, ডাঃ শিব্বির আহমদ সোহেল, ডাঃ আব্দুস সালাম মুক্তা, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রমিজ উদ্দিন।

এ সময় উপস্থিত ছিলেন তিলপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল মতলিব, ইউপি সদস্য ফাইদুল ইসলাম, আনোয়ার হোসেন, আক্তারুজ্জামান জামাল, লাউতা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা হোসেন আহমদ, যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম, উপজেলা ছাত্রলীগ নেতা এনামুল হাছান রায়হানসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ।

অনুষ্ঠানদ্বয়ে প্রধান অতিথির বক্তব্যে জামাল হোসেন বলেন, উদ্ভূত পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ইউনিয়ন পরিষদের মাধ্যমে জনগণের হাতে ত্রাণসামগ্রী পৌঁছে দিচ্ছে। এছাড়াও বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। যা নিঃসন্দেহে প্রশংসার দাবীদার। বৈশ্বিক এ মহামারিতে সমাজের সকল শ্রেণিপেশার অধিকাংশ মানুষ ক্ষতির সম্মুখিন হয়েছেন। তাঁরা সামাজিক মর্যাদা রক্ষার স্বার্থে প্রকাশ্যে কিছু বলছেন না, অথচ কষ্টে দিনাতিপাত করছেন। এ সকল মানুষের কথা চিন্তা করে দেশ ও বিদেশের বন্ধুদের সহযোগিতায় উপহার হিসেবে খাদ্যসামগ্রী দেওয়ার উদ্যোগ নেই এবং তা বাস্তবায়ন করছি। তিনি করোনা মহামারি হতে সবাইকে রক্ষা করতে মহান আল্লাহর অশেষ সাহায্য কামনা করেন।