সিলেটের বিয়ানীবাজারে করোনা আক্রান্তরা সুস্থ হয়ে ঘর ফিরেছেন

প্রকাশিত: ৪:২২ অপরাহ্ণ, মে ১৬, ২০২০ 443 views
শেয়ার করুন

সিলেটের বিয়ানীবাজারে করোনা আক্রান্ত অপর ৩ রোগীও সুস্থ্য হয়ে উঠেছেন। আক্রান্ত মোট ৫ জনের মধ্যে প্রথম ২জন ইতিমধ্যে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন। তাই পরবর্তী কোন করোনা রোগী সনাক্ত না হওয়া পর্যন্ত বিয়ানীবাজার উপজেলা করোনা মুক্ত ঘোষণা দিলেন হাসপাতাল কর্তৃপক্ষ। তবে এখনো অপেক্ষমান ১৯ জনের ফলাফল না পাওয়ায় পুরোপুরি শংকা কাটেনি।

আজ শনিবার (১৬ মে) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ওয়ার্ডে থাকা বিয়ানীবাজারের ৩য় করোনা আক্রান্ত রোগী সাইদুল ইসলাম সাহিদকে করোনা মুক্তির সনদ, ফুলেল শুভেচছা ও করতালির মধ্য দিয়ে হাসপাতাল থেকে রিলিজ দেয়া হয়। এ সময় তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম পল্লব, পৌর মেয়র মো. আব্দুস শুকুর, থানার অফিসার ইনচার্জ অবনি শংকর কর, ডা. নাসিমুজ্জামান, ডাঃ আবু ইসহাক প্রমুখ।

এসময় হোম কোয়ারেন্টাইনে থাকা আক্রান্ত অপর দুজনকেও সুস্থ ঘোষণা করা হয়। এনিয়ে বিয়ানীবাজার উপজেলার আক্রান্ত ৫ জনের সবাই করোনাকে জয় করলেন। তবে আজ করোনা মুক্ত ঘোষণা পাওয়া ৩জনকে আরো ৭ দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে।