কচুয়ায় বাস-সিএনজি সংঘর্ষে ৩ শিক্ষার্থী নিহত

নিউজ ডেস্ক নিউজ ডেস্ক

বায়ান্ন টিভি

প্রকাশিত: ১১:১৭ পূর্বাহ্ণ, নভেম্বর ২৫, ২০২১ 648 views
শেয়ার করুন

কচুয়ায় বাস-সিএনজি সংঘর্ষে ৩ শিক্ষার্থী নিহত

চাঁদপুরের কচুয়ায় বাস ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে তিন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও দুইজন।

 

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় হাজীগঞ্জ-কচুয়া-গৌরিপুর সড়কের কড়ইয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, উর্মি, রিফাত ও সাদ্দাম হোসেন।

 

স্থানীয়রা জানায়, সকালে কড়াইয়া এলাকায় ঢাকাগামী বিআরটিসি বাস ও হাজীগঞ্জগামী সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সাদ্দাম ও রিফাতের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় তিনজনকে কচুয়া উপজেলা হাসপাতালে নেয়া হলে সেখানে মারা যান উর্মি নামের আরেক শিক্ষার্থী।

 

বিষয়টি নিশ্চিত করে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহিউদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। দুর্ঘটনাকবলিত বাস ও অটোরিক্সা উদ্ধার করে থানা হেফাজতে নেয়া হয়েছে।