
দ্বিতীয় বারের মতো আরটিভির সংগীত প্ল্যাটফর্ম ‘ফোক স্টেশন’-এ গান করলেন জনপ্রিয় গায়িকা সুস্মিতা দে। এই আয়োজনের সিজন-৪ এর দ্বিতীয় পর্বে শোনা যাবে তার কণ্ঠ। এরইমধ্যে অনুষ্ঠানটির রেকর্ডিং হয়ে গেছে।
সুস্মিতা দে বলেন, ‘এই দ্বিতীয় বারের মতো আরটিভিতে ফোক মিউজিক স্টেশনে লোকগান গেয়েছি। আশা করি ভক্তরা গানগুলোতে আনন্দ পাবেন।’
সংগীত পরিচালক জে কে মজলিশের সংগীত পরিচালনায় গেয়েছেন মোট ৩টি লোক গান গেয়েছেন সুস্মিতা দে ।
আজ ১২ নভেম্বর শুক্রবার রাত ১১টা ২৫ মিনিটে আরটিভিতে প্রচারিত হবে ফোক স্টেশন সিজন ৪। টিভি অনএয়ারের পর গানগুলো ইউটিউবে আরটিভি মিউজিক চ্যানেলে পাওয়া যায়।
উল্লেখ্য, এই অনুষ্ঠানে এরআগে গান করেছেন দেশি-বিদেশি প্রায় অর্ধশত শিল্পী। আরটিভি ও ইউটিউব চ্যানেল আরটিভি মিউজিক হয়ে এই অনুষ্ঠানে গাওয়া বিভিন্ন শিল্পীর গানগুলো মানুষের মুখে মুখে ঘুরছে গ্রাম থেকে গ্রামান্তর।