কানাডায় সড়ক দুর্ঘটনায় নাদিয়া মজুমদার নামে বাংলাদেশি এক ছাত্রী প্রাণ হারিয়েছেন। পুলিশ জানায়, নাদিয়া বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে বার্চমাউন্ট রোডের কাছে ড্যানফোর্থ অ্যাভিনিউ অতিক্রম করছিল। সে সময় একটি মিনি ভ্যান বাঁদিকের মোড় থেকে তাকে ধাক্কা মেরে পালিয়ে যায়।
স্থানীয় সংবাদমাধ্যম সিটিভি নিউজের প্রতিবেদন অনুযায়ী, আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। ১৭ বছর বয়সী নাদিয়া বার্চমাউন্ট কলেজিয়েট স্কুলের ১২ গ্রেডের ছাত্রী ছিলেন।
নিহতের বাবার নাম সুমন মজুমদার। তার বাড়ি সিলেটে। নাদিয়ার মৃত্যুর খবরে টরন্টোর বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে আসে। বৃহস্পতিবার বাদ জোহর টরন্টোর মসজিদ আল-আবেদীন ও ইসলামিক রিসার্চ সেন্টারে জানাজা শেষে মরহুমার লাশ রিচমন্ড মুসলিম কবরস্থানে দাফন করা হয়।


