আশুগঞ্জে বড়তল্লা প্রবাসী কল্যাণ সংসদের উদ্যোগে ৩৫০ টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

প্রকাশিত: ১:১৭ পূর্বাহ্ণ, মে ১৬, ২০২০ 593 views
শেয়ার করুন

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবরোধে দেশে অঘোষিত লক ডাউন চলছে। এ পরিস্থিতিতে শুধু অফিস আদালতই নয় বন্ধ রয়েছে সকল কর্মক্ষেত্রও। চলছেনা কোন গণপরিবহন। সারাদেশের মত আশুগঞ্জ বন্দরসহ উপজেলার বিভিন্ন মিল কারখানা ও ব্যবসা প্রতিষ্ঠানও বন্ধ রয়েছে। ফলে কর্মহীন হয়ে পড়েছে উপজেলার খেটে খাওয়া মানুষগুলো।

এতে আশুগঞ্জ বড়তল্লা প্রবাসী কল্যাণ সংসদ এর পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মধ্যপ্রাচ্য ও ইউরোপসহ বিশ্বের ১৫ টি দেশের প্রবাসীদের সহযোগিতায় ৩৫০ টি অসহায় পরিবারের মাঝে চলমান মহামারী করোনা সংকটে হতদরিদ্রদের মাঝে চাল,আটা,আলু, পেঁয়াজ,সেমাই,চিনি ,তৈল এইসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

শুক্রবার দুপুরে আশুগঞ্জের বড় তল্লা ঈদগাহ মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে এই ত্রাণ সহায়তা তুলে দেন সংগঠনের সেচ্ছাসেবীরা।প্রবাসীদের এই উদ্যোগকে স্বাগত জাননা স্থানীয় জনপ্রতিনিধিরা।

বড়তল্লা প্রবাসী কল্যাণ সংসদের সেচ্ছাসেবীরা জানান,করোনাভাইরাসের কারণে এলাকার অনেক মানুষ কর্মহীন হয়ে পড়েছে।ফলে প্রবাসী কল্যাণ সংগঠনের পক্ষ থেকে এই সহায়তা কর্মহীনদের হাতে তুলে দিয়েছি আমরা।