ছাতকে নির্ধারিত সময়ে দোকান বন্ধ না করায় জরিমানা

সঞ্জয় ঘোষ সঞ্জয় ঘোষ

বায়ান্ন টিভি

প্রকাশিত: ১১:৩৫ অপরাহ্ণ, মে ১৫, ২০২০ 729 views
শেয়ার করুন

সুনামগঞ্জের ছাতকে কোভিড-১৯ নিয়ন্ত্রণে জনসচেতনতা সৃষ্টির লক্ষে ছাতক উপজেলা স্বেচ্ছাসেবক এবং প্রশাসনের কর্মকর্তারা প্রচারণা চালান। এসময় স্বেচ্ছাসেবকদের সাথে অংশ নেন উপজেলা স্বেচ্ছাসেবক প্রধান সমন্বয়ক উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ গোলাম কবির

প্রচারণায় বাজারে ক্রেতা ও বিক্রেতাদের করনীয় সম্পর্কে ধারনা দেওয়া হয় এবং অবশ্যই সামাজিক দূরত্ব বজায় রেখে কেনাবেচা করতে বলা হয়।

নির্ধারিত সময়ে কিছু দোকান বন্ধ না করায় কয়েকটি দোকানে জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ গোলাম কবির।

এসময় স্বেচ্ছাসেবক হিসেবে উপস্তিত ছিলেন বিশ্বজিৎ ঘোষ, মোঃ তাহসিন আহমেদ, অমিত আচার্য্য, মোঃ শিমুল হোসেন, ইমন আহমেদ, আনসার আহমদ, ছায়েদ আহমেদ, নয়ন দাস, সালাউদ্দিন, শাহরিরার রাহমান আনোয়ার, এমরান হোসেন, রোমান আহমদ, সুমন পুরকায়স্থ, তোফাজ্জল হোসেন, মৃদুল দাস প্রমুখ।