বিয়ানীবাজারের উপজেলা ভাইস চেয়ারম্যান জামাল হোসেনের পিতৃবিয়োগ, শোক প্রকাশ
লুৎফুর রহমান লুৎফুর রহমান
সম্পাদক ও সিইও, বায়ান্ন টিভি
                                       সিলেটের বিয়ানীবাজার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, মোহাম্মদ জামাল হোসেন এর পিতা মো. নিজাম উদ্দিন (৮০) আর নেই।
রোববার রাত ১১ টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তিনি দীর্ঘদিন থেকে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্র, কন্যা, পুত্রবধূ, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
এদিকে, জনপ্রতিনিধি ও রাজনীতিবিদ জামাল হোসেন এর পিতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
পৃথক শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
		

